করোনা সংক্রমণ এড়াতে আজ শুক্রবার রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে।আজ সকাল থেকেই লকডাউন অমান্য করার বহু চিত্র ধরা পড়েছে রাজ্যের ভিভিন্ন প্রান্ত থেকে।এরইমধ্যে মালদার মানিকচক থানার পুলিশ ও স্বাস্থ্য বিভাগ অভিনব উদ্যোগ নিল।যারা সকাল থেকে লকডাউন অমান্য করে রাস্তায় বেরিয়েছে তাদের ধরে করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছেন তারা।
মালদা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যারা লকডাউন অমান্য করে রাস্তায় বেরিয়েছে তাদের লালারস নমুনা সংগ্রহ করেছেন তারা।লকডাউনের দিন মানুষকে সতর্ক করতে মানিকচক ব্লকের দুটি জায়গায় এই লকডাউন ভঙ্গ কারীদের জন্য পরীক্ষা শিবির করেছে মানিকচক প্রশাসন।এই শিবিরে উপস্থিত ছিলেন মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ হেম নারায়ণ ঝা, মানিকচক ব্লক যুগ্ম বিডিও রমেশ চন্দ্র মন্ডল, ও পুলিশ প্রশাসনের অন্যান্য কর্তারা।
এ প্রসঙ্গে মানিকচক ব্লক যুগ্ম বিডিও রমেশ চন্দ্র মন্ডল জানান যারা লকডাউন ভঙ্গ করে পথে বেরোচ্ছেন তাদেরকে শাস্তি দিতেই এই উদ্যোগ।দুটি শিবির মিলিয়ে আজ সকাল থেকে প্রায় ৩০০ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে।আগামী কয়েকদিনের মধ্যেই টেস্টের রিপোর্ট বেরিয়ে আসবে।এদের মধ্যে কারো রিপোর্ট পজিটিভ আসলে তাদেরকে সেফ হোমে পাঠানো হবে।তিনি সকল মানুষকে বেশি বেশি করে টেস্ট করার বার্তা দেন।লকডাউনের দিন তিনি সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন।তিনি সর্বশেষে বলেন করোনাকে জয় করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।
0 Comments