মালবাজারের বেশকিছু জায়গায় বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ যাচ্ছিল যে বেআইনি ভাবে কিছু ওভারলোড ট্রাক ডাম্পার ও ট্রাক্টার চলছে।তাই আজ লকডাউনের দিন সকাল বেলা মালবাজার পুলিশের এস ডি পি ও দেবাশীষ চক্রবর্ত্তী, ওসি শুভাশিস চক্রবর্তী এবং রেভেনিউ অফিসার দীপঙ্কর রায়ের নেতৃত্বে প্রচুর ফোর্স নিয়ে মহকুমার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। মালবাজার পুলিশের এস ডি পি ও দেবাশীষ চক্রবর্তী সাংবাদিকদের বলেন আজ তারা মহকুমার বিভিন্ন জায়গায় বেইয়নি ভাবে অভারলোড ট্রাক ডাম্পার ও ট্রাক্টর চলছিল।
তাছাড়াও বিভিন্ন জায়গায় বেআইননি ভাবে হ্যান্ড ক্যাসার গড়ে উঠেছিল।তাই তারা আজ অভিযান চালিয়ে বহু বেআইনি গাড়ি আটক করে ও বেআইনি হ্যান্ড ক্যাসার গুলো বন্ধ করে দেয়। এখন থেকে প্রতিদিন এই অভিযান চলবে বলে তিনি জানান।তিনি আরও বলেন যারা এই বেআইনি কাজ করবে প্রশাসন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
রেভিনিউ অফিসার দীপঙ্কর রায় এই বিষয় বলেন, মালবাজার থেকে শুরু করে লাটাগুড়ি,ক্রান্তি,গাজলডোবা এলাকায় আমরা আজ যৌথভাবে অভিযান চালাই।ক্রান্তি এলাকায় বেশ কিছু ওভারলোড বালি পাথর নিয়ে চলাচল করছিল এমন কিছু গাড়ি তারা আজ আটক করেছেন এবং গাজলডোবার সাত নাম্বার এলাকায় দুটি হ্যান্ড ক্যাসার বন্ধ করে দেয়া হয়েছে আজ।
0 Comments