খুব শীঘ্রই মালগুদাম কর্মীদের ও মিলবে মিনমাম ওয়েজেসের সুবিধা:
চলতি বছরেই সারা ভারত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা দশ লক্ষ মালগোদাম শ্রমিক ই পেতে চলেছে মিনিমাম ফিক্সড ওয়েজেসের সুবিধা।তারা ইতিমধ্যেই ইন্সুরেনস,পেনশন,পি এফ এর মতো সুবিধা গুলিও পেতে শুরু করেছে।ভারতীয় রেলওয়ে মালগুদাম শ্রমিক ইউনিয়নের হাত ধরেই তাদের যাবতীয় সুবিধা মিলছে।
এই সংগঠনের হাত ধরেই শ্রমিকরা রেলওয়ে মালগোদাম শ্রমিক হিসেবে স্বীকৃতি পেয়েছে।ফিক্সড ওয়েজেস চালু হওয়ার পর সংগঠনটি রেলকর্মী হিসাবে স্বীকৃতির দাবি নিয়ে ময়দানে নামবেন বলে বার্তা দেন সংগঠনের সভাপতি ড:পরিমল কান্তি মণ্ডল মহাশয়।
তিনি আরো বলেন যে সমস্ত দাবী আমরা আদায় করেছি তার পেছনে প্রায় শতাধিক এম পি র সমর্থন আছে।এইবার আমরা যখন স্থায়ীকরণের দাবি নিয়ে নামবো আশা করছি দুই শত এম পি র সমর্থন পেয়ে যাবো।দল মত নির্বিশেষে যে সমস্ত এম পি রা আমাদের মত শ্রমিকদের পাশে দাড়িয়েছে তাদের কে বি আর এম জি এস ইউ এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের সভাপতি পরিমল বাবু।
0 Comments