Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বকর্মা পুজোয় প্রতিমা বায়না না হওয়ায় মাথায় হাত মৃত শিল্পীদের

 


এবছর করোনার জন্য সব উৎসবই কিছুটা বাঁধার সম্মুখীন হচ্ছে। সেরকমই কিছুদিন পরে বিশ্বকর্মা পুজো হলেও এখনও পর্যন্ত অন্যান্য বছরের মত ঠাকুরের বায়না পায়নি মৃৎশিল্পীরা। যার জেরে মাথায় হাত পড়েছে তাদের।  পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার দক্ষিণ মেছোগ্রাম এলাকায় মৃৎশিল্পীদের অন্যান্য বছর এসময় চরম ব্যস্ততা থাকলেও এবছর করোনার জন্য সেই ব্যস্ততা নেই বললেই চলে।প্রতিমার বায়না না মেলাতে তারা এখন বাড়িতে বসেই দিন কাটাচ্ছে।

প্রসঙ্গত কুলোরটুলির এক মৃৎশিল্পীর সাথে কথা হলে তিনি জানান এবছর তারা মাত্র ৩৫ থেকে ৪০ টি বিশ্বকর্মা প্রতিমা বানিয়েছেন যেখানে অন্যান্য বছর তারা প্রায় ১০০ থেকে ১৫০ টি প্রতিমা বানান।এতো কম প্রতিমা বানানো সত্ত্বেও অধিকাংশ প্রতিমারী এখনো পর্যন্ত কোনো বায়না হয়নি  যার ফলে দুশ্চিন্তার সম্মুখীন হয়েছেন তারা।তারা প্রতিবছর বিশ্বকর্মা পুজোর ৩ থেকে ৪ মাস আগে থেকে প্রতিমা তৈরির কাজ শুরু করতেন।



কিন্তু বছর তারা এই কিছুদিন আগেই কাজ শুরু করেছেন।যেখানে গত বছরেও তারা ১০ থেকে ১২ ফুট উচতার ঠাকুর তৈরি করে দাম পেতেন ২০০০ থেকে ৫০০০ টাকা।কিন্তু এবছর করোনার জন্য বেশিরভাগ বড় বাজেটের পুজো গুলো ছোট করে দেওয়া হয়েছে।যার জন্য  তারা এবছর প্রতিমা বানিয়েছেন ৩ ফুট থেকে ৪ ফুট উচ্চতার যার দাম রেখেছেন ৯০০ থেকে ১০০০ টাকা।

Post a Comment

0 Comments