নিউজ ডেস্কঃ নভেম্বর , কলকাতাঃ কলকাতা প্রেস ক্লাবে গিল্ডের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করলেন। এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী ৩১শে জানুয়ারি সল্টলেক সেন্ট্রাল পার্কে শুরু হবে আর চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত।করো না পরিস্থিতির জন্য এই বছর বইমেলা করা সম্ভব হয়নি।করােনা পরিস্থিতির আগে থেকেই স্থির ছিল, পরবর্তী কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ।
তাই এই বইমেলায় উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ, ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উদযাপন করা হবে এমনটাই জানালেন সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।
ত্রিদিব বাবু আরো বলেন বাংলাদেশ ছাড়াও অন্যান্য বছরের মতো ২০২২ এর বইমেলাতে অন্যান্য দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশনা সংস্থা তার সাথে লিটিল ম্যাগাজিন ও অংশগ্রহণ করবে। অষ্টম কলকাতা লিটারেচার ফেষ্টিভেল এই বইমেলাতে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন মণ্ডপ গুলি খোলামেলা করার কথা ভাবা হচ্ছে , স্টলের পরিমাপ কমানো হতে পারে, স্যানিটাইজেশন এর সম্পূর্ণ ব্যবস্থা থাকছে বইমেলায় তার সাথে মাস্কের ব্যবহার থাকছে বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জোড়া ভ্যাকসিনের সার্টিফিকেট ছাড়া মেলায় প্রবেশ করা যাবে না তবে এই বিধি-নিষেধ ১৮বছর বেশি বয়সী এর জন্যই প্রযোজ্য। তবে প্রবেশ এবং স্বাস্থ্যবিধি মানার জন্য ইপাশের ব্যবস্থার কথা ভাবছে গিল্ড।
তিনি বলেন প্রতিবছর কলকাতা বইমেলায় বিদেশ থেকে বহু মানুষ আসেন। বর্তমান পরিস্থিতির জন্য অনেকে হয়তাে এবারে নাও আসতে পারেন। তাই সারা বিশ্বের বইপ্রেমীদের জন্য থাকছে অভিনব উদ্যোগ। বিশেষ প্রযুক্তির সাহায্যে ২০২২ এর কলকাতা বইমেলার ভারচুয়াল উপস্থিতি থাকবে গিল্ডের ওয়েবসাইট ও সমস্ত সোশ্যাল মিডিয়ায়,যাতে পৃথিবীর যেকোনাে প্রান্ত থেকে যে কেউ বইমেলা দেখতে পারেন। এই বিষয়ে আমরা পরবর্তী সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানাৰ।
0 Comments