নিজস্ব প্রতিবেদকঃ সংগীত জগতে পরিচিত নাম শেলী চট্টোপাধ্যায় এবং অনিন্দ্য সুন্দর পাল। একক সঙ্গীতের পাশাপাশি শিল্পীদ্বয় অনিন্দ্য-শেলী জুটিতেও অনুষ্ঠান করে থাকে। প্রবাসী বাঙালী হলেও তাঁরা বাঙালী হিসেবে রবীন্দ্র সংগীত, লোকসঙ্গীত ছাড়াও একের পর এক মৌলিক বাংলা গান উপহার দিয়ে চলেছেন আমাদের।এমনকি বাংলার ঐতিহ্যবাহী সংগীতকে হিন্দি ভাষায় রুপান্তরিত করে তাঁরা ভারতের তথা বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছেন। পুজোয় নতুন গান হবে না এটা যেন ঠিক মানা যায় না। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন পুজোর গান তো হবেই হবে।
তবে ঢাকের তালে অনেকে গান গাইলেও শেলী এবং অনিন্দ্য একটু ভিন্ন ধারায় বিশ্বাসী। একরাশ গানের ভিড়ে সেই জন্যেই হয়ত তাঁদের গান কোথাও একটু আলাদা। সম্প্রতি এক ভার্চুয়াল সঙ্গীত সন্ধ্যায় মুক্তি পেলো তাঁদের এবারের পুজোর গান - 'বলো কত দূর'। গানের কথা ও সুর এই সময়ের ব্যতিক্রমী গীতিকার সুরকার শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়।গানটির সঙ্গীত আয়োজনে বাপ্পা চট্টোপাধ্যায়।
অনিন্দ্য-শেলী জুটির নতুন এই পুজোর গানে এক অনন্ত পথের চলার গান, যেখানে জীবন মন্থনে বিষের পরে বিষ দেখেও জেগে থাকে অমৃতের স্বপ্ন, যন্ত্রণার সাত সাগর পেরিয়েও বেঁচে থাকে ভালবাসা। এ গান হয়তো গল্প শেষের কথা বলে, তবে তা আর এক নতুন গল্প শুরুর জন্যই হয়তো। কখন প্রেমের উন্মাদনা কমে আসে, পুরনো দেওয়ালের লাগে মলিনতার ছাপ, চলার পথের বাঁকে আসে নানা ওঠাপড়া।
জোয়ার-ভাঁটার শেষে নিস্তরঙ্গ বয়ে চলা অথবা বন্ধুর পথ শেষে অমলিন ছায়াপথ— তারই প্রতীক্ষমান অনুভূতির জলছবি আঁকা এই গান। এমনই এক জীবন দর্শনের কথা সার্থক হয়ে ওঠে শিল্পী যুগলের নিবদনে। তাইতো ভার্চুয়াল অনুষ্ঠানে গানটির উদ্বোধন করে উদয় বন্দ্যোপাধ্যায় বলেন এই গান শ্রোতাদের ভাবনাকে সমৃদ্ধ করবে। অনিন্দ্য-শেলীর নতুন এই পুজোর গানটি তাঁদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল Anindya ShelleyZ এ স্ট্রিমিং হচ্ছে।
0 Comments