Header Ads Widget

Responsive Advertisement

মতুয়া সম্প্রদায়ের উন্নতিতে, নতুন পদক্ষেপ গ্রহণ


নিউজ ডেস্ক : 
১৯শে মার্চ ২০২১, বেলা ১২ টার সময় শিলিনগুড়ি স্কুল মাঠে শুরু হয় মতুয়া সংঘের অনুষ্ঠান।অনুষ্ঠানটির সূচনা করেন শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুর মিলে। 

মতুয়া সম্প্রদায়ের কল্যানের জন্য ও উন্নতির জন্য সচেষ্ট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন নির্মল পোদ্দার।তিনি মাড়া যাওয়ার পর বিগত ৬ বছর ধরে মতুয়া সম্প্রদায়ের উন্নতি তে সচেষ্ট আছেন, নির্মল গোসাঁই- এর নাতনি সুমিতা পোদ্দার।


দীর্ঘ দিন ধরে মতুয়াদের জন্য সমাজ সেবা মূলক করে চলেছেন।আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে ও মতুয়াদের সাহায্য করতে - আজকের এই অনুষ্ঠানে,বাংলায় উদ্বোধন করা হল - মতুয়া সম্প্রদায়ের জন্য নতুন অফিস।
 

এই অনুষ্ঠান সম্পর্কে সুমিতা পোদ্দার জানান," এই অনুষ্ঠানটি কোন রাজনৈতিক দলের অনুষ্ঠান না।এটি সম্পূর্ণ আমাদের সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠান ।"

Post a Comment

0 Comments