Header Ads Widget

Responsive Advertisement

আবার উদ্ধার বিপুল পরিমান


নিউজ ডেস্ক: 
 আবার উদ্ধার বিপুল পরিমান গাঁজা। গ্রেপ্তার করা হয়েছে ২ অভিযুক্তকে। 

রবিবার রাতে ঘোড়াপীরের কাছে তল্লশি অভিযান  চালায় মালদার ইংরেজ বাজার থানার পুলিশ। সেখানেই আটক করা হয় ২ যুবককে। অভিযুক্ত দুই যুবকের নাম মহাদেব আর সঞ্জয় প্রামানিক।  


ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭০ কেজি মনিপুরি গাঁজা । যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা।

প্রথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই গাঁজা কোচবিহারের দিনহাটা থেকে এনে, মালদহ জেলার মিল্কি মানিকচকের পুকুরিয়া ও উত্তর মালদার বিভিন্ন জায়গায় বিক্রি করত তারা। ধৃতদের আজ আদালতে তোলা হবে।

Post a Comment

0 Comments