Header Ads Widget

Responsive Advertisement

পিৎজা, সমাহার


নিউজ ডেস্ক: 
  পিৎজা প্রেমীদের জন্য চলে এলো নতুন ঠিকানা। বিএল সাহা রোড, সাউথ সিটি গার্ডেনের নিকটবর্তী লাভ কুশ রেসিডেন্সের নিচে অবস্থিত "এ ভিপিৎজা"। আনলিমিটেড টপিংস অর্থাৎ পিৎজার উপর নিজের ইচ্ছা মতন টপিংস পছন্দ করে সহজেই পেয়ে যাবেন নিজের পছন্দের মতন পিৎজা, বিনা কোনো এক্সট্রা চার্জ ছাড়াই।


গত ২ বছর ধরে কানাডা বাসী মাস্টার শেফ শিব এবং সাগর শাও দুজনে উদ্যোগ নিয়ে চালিয়ে যাচ্ছেন এই ব্যবসা। শিব কানাডা বাসী হলেও সেখান থেকেই সহায়তা করে যাচ্ছেন তিনি, তার রান্নার স্পেশাল স্কিলের মাধ্যমে। পিৎজা ছাড়াও এখানে পাওয়া যায় ক্রিস্পি চিকেন বার্গার, ফ্রাইড চিকেন, পাস্তা, স্পেগেটি, ব্রাউনি প্রভৃতি আরো অনেক কিছু। 


গ্রাহকদের জন্য রয়েছে অনলাইন ডেলিভারির ব্যবস্থা এবং ডিজিটাল পেমেন্ট এর সুবিধা। স্পেশাল অর্ডারে বাড়ি গিয়েও তৈরী করে দেওয়া হবে গরম পিৎজা।  আশেপাশের ১০ কিলোমিটারের মধ্যে নেওয়া হবে পার্টির অর্ডার এবং পাওয়া যাবে অনলাইন ডেলিভারির সুবিধা। 


এছাড়াও এর একটি নতুন শাখা উদ্বোধন করা হবে  পয়লা বৈশাখে টালিগঞ্জ চারুমার্কেটের কাছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্ৰখ্যাত মিউজিশিয়ান অভিজিৎ মন্ডল ( অলি ) এবং অভিনেত্রী ও পরিচালিকা শিউলি রামানি গোমস।

Post a Comment

0 Comments