Header Ads Widget

Responsive Advertisement

রায়দীঘিতে, সহকার ভারতী প্রযোজিত "আত্মনির্ভর সভা"


নিউজ ডেস্ক: 
  লকডাউন এবং আমফানকে কেন্দ্র করে, সহকার ভারতী সংস্থার উদ্যোগে, রায়দিঘির ২নং ব্লকে আয়োজন করা হয় "আত্মনির্ভর ভারত" নামের একটি সভার। যার মূল উদ্দেশ্য হলো বিধ্বস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করাা।


লকডাউন ও আমফানের ফলে বিধ্বস্ত কৃষি ক্ষেত্র এবং কৃষক সম্প্রদায়।  সেই সব মানুষদের আর্থিক সহায়তা প্রদান করতেই মূলত আয়োজন করা হয়েছিল এই সভার।



এই সভার মূল বিষয়বস্তু ছিল, কৃষক ও কৃষির উন্নয়নের জন্য এফপিও (ফার্মার প্রোডিউসারস অর্গানাইজেসন ) এবং এফআইজি (ফার্মার ইন্টারেস্ট গ্রুপ) নামক দুটি প্রজেক্টের উদ্বোধন।


এফপিও নামের এই সংগঠনের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত দ্রব্য  বিশ্বমার্কেটে নিয়ে জেতে পারবেন এবং নিজেদের উৎপাদিত দ্রব্যের মূল্য নিজেরাই নির্ধারণ করতে পারবেন। আলাদা করে কোনো তৃতীয় ব্যক্তির সহায়তার দরকার হবে না।  


সহকার ভারতী প্রযোজিত এই "আত্মনির্ভর সভা"- তে উপস্থিত ছিলেন, সহকার ভারতের-পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের সংগঠন সম্পাদক বিবেকানন্দ পাত্র, পশ্চিমবঙ্গ প্রান্ত সম্পাদক সপ্তর্ষি সিংহ রায়, দক্ষিণ ভারতের সম্পর্ক সহকর্মী প্রদ্যুৎ বৈদ্য এবং অন্যান্যরা।

Post a Comment

0 Comments