Header Ads Widget

Responsive Advertisement

২১শে বই উৎসব


নিউজ ডেস্ক : 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে স্মরণীয় করে রাখতে চলেছে পাবলিশার্স এবং বুক সেলার্স গিল্ড। কলকাতায় এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে 'একুশে বই উৎসব'। 

কেএমডিএ ও যোধপুর পার্ক উৎসব কমিটির যৌথ সহযোগিতায় এই উৎসবের উদ্বোধন হবে আগামী ২১ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার তালতলা মাঠে। 

চলবে ২৮ শে ফেব্রুয়ারি, প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত।
আজ এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে। 
গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় জানান 'বর্তমান সময়ে সাহিত্য,সংস্কৃতি, নিজেদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়োজন হয়ে উঠেছে । 


মাতৃভাষার বাঁচিয়ে রাখার জন্য যারা নিজেদের প্রাণ বিপন্ন করেছেন তাদের উদ্দেশ্যেই আমরা এই একুশে বই উৎসব অনুষ্ঠিত করতে চলেছি'।
ত্রিদিব বাবু আরো জানান, 'সাত দিন ধরে এই মেলায় থাকছে বাংলা ভাষা চর্চা , বাংলা ভাষার জন্য সংগ্রাম, বাংলা সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে বিতর্ক ও আলোচনা সভা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে বাংলা গান, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান'।


দক্ষিণ কলকাতার একুশে বই মেলায় যেমন থাকছে পশ্চিমবঙ্গের নাম বাংলা ও ইংরেজি বইয়ের প্রকাশকদের স্টল তেমনি থাকছে প্রতিবেশী বাংলাদেশের বই।


উল্লেখ্য এই বছর বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, সেই উপলক্ষে এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১ এর থিম কান্ট্রি হলো বাংলাদেশ। 


এই একুশে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, জানানো হয়েছে গিল্ডের পক্ষ থেকে।

Post a Comment

0 Comments