নিউজ ডেস্ক: টাটা মোটরস লিমিটেড ১২ই ফেব্রুয়ারী ২০২১ - এ, মার্ক লিস্টসেল্লাকে আগামী ১ই জুলাই ২০২১ থেকে কার্যকর ভাবে কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে নিযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
লিস্টসেল্লা সম্প্রতি " ফুসো ট্রাক এবং বাস কর্পোরেশনের" প্রেসিডেন্ট এবং সিইও ও এশিয়ার ডাইমলার ট্রাকস-এর প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন। এছাড়াও ডাইমলার ইন্ডিয়া কমারসিয়াল ভেইকেলস পিভিটি এলটিডি - এর এমডি এবং সিইও হিসাবেও নিযুক্ত ছিলেন তিনি।
তার এই অভিজ্ঞতাকে মাথায় রেখে, টাটা মোটরস লিমিটেডের চেয়ারম্যান এন চন্দ্রশেকরান বলেছেন যে, তিনি মার্ককে টাটা মোটরসে স্বাগত জানাতে পেরে আনন্দিত। মার্ক একজন অভিজ্ঞ অটোমোটিভ বিসনেস লিডার যার গভীর জ্ঞান এবং দক্ষতা আছে জানবাণের উপর। আর তার এই অভিজ্ঞতা টাটা মোটরসকে ভারতীয় ব্যবসায় আরো উঁচুতে নিয়ে যেতে সাহায্য করবে।
এই বিষয়ে লিস্টেসেল্লা জানিয়েছেন যে, তিনি টাটা পরিবারের একটি অংশ হতে পেরে খুবই আনন্দিত। এত বছর ভারতে সঙ্গে বিভিন্ন ভাবে আবদ্ধ থাকার পরে, এখন আর একটি নতুন উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। তারা যৌথভাবে টাটা মোটরসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
0 Comments