Header Ads Widget

Responsive Advertisement

নতুন স্যাটেলাইট চ্যানেল " গ্রেট ইন্ডিয়া লাইভ"


ডিজিটাল ডেস্ক :  ১১ই ফেব্রুয়ারী ২০২১, বৃহস্পতিবার, কলকাতার "গ্র্যান্ড" হোটেলে লঞ্চ করা হয় রিসার্চ মিডিয়া গ্রুপের নতুন স্যাটেলাইট চ্যানেল "গ্রেট ইন্ডিয়া লাইভ"- এর লোগো ।


দীর্ঘ ৩০ বছরের কঠোর যাত্রার পর রিসার্চ মিডিয়া গ্রুপ সাফল্যের চূড়ান্ততে পৌঁচেছে । বিবিধ ক্ষেত্রগুলিতে সফল হওয়ার পরে, এখন একটি স্যাটেলাইট চ্যানেল "গ্রেট ইন্ডিয়া লাইভ" স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন তারা । পশ্চিমবঙ্গের ২৮ টি রাজ্যে এবং ৬ টি ইউনিয়নে, তাদের আঞ্চলিক ভাষা অনুসারে "গ্রেট ইন্ডিয়া লাইভ" চ্যানেলটি চালু করা হবে বলে জানিয়েছেন, রিসার্চ মিডিয়া গ্রুপের চিফ এডিটর পি.ভি.এস ভার্মা । 


কলকাতায় এই চ্যানেলটির লোগো লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - মাননীয় চন্দ্র কুমার বোস, রিসার্চ মিডিয়া গ্রূপের চেয়ারম্যান চৈতন্য জাঙ্গা, ম্যানেজিং ডাইরেক্টর কুনছে ভেঙ্কাটা রামানা রাও, চ্যানেলের চিফ এডিটর পি. ভি. এস ভার্মা, মৌবনী সরকার, সঙ্গীত শিল্পী কৌশানী ঘোষ এবং অন্যান্যরা ।

Post a Comment

0 Comments