Header Ads Widget

Responsive Advertisement

Bengal News Grid// উইমেন্স ক্রিস্টিয়ান কলেজ আয়োজিত ক্রিসমাস কার্নিভাল !


নিজস্ব প্রতিবেদক,কলকাতা :-
উইমেন্স ক্রিস্টিয়ান কলেজ ১৮ ডিসেম্বর, ২০২৪ আয়োজিত ক্রিসমাস কার্নিভালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজি.এন.আই-এর পরামর্শদাতা প্রখ্যাত শিক্ষাবিদ রেভারেন্ড ড. অরুণ কে. সরকার। কলেজের অধ্যাপক অধ্যাপিকারা ,বর্তমান এবং প্রাক্তন ছাত্রীরা তৎসহ ছাত্রীদের অভিভাবকরা উৎসাহের সঙ্গে এই উৎসবে অংশগ্রহণ করেন। 



কার্নিভালে ছিল ছাত্রী দের হস্ত নির্মিত শিল্প সামগ্রী এবং খাবারের স্টল, যা তাদের উদ্যোগী মনোভাব এবং স্বনির্ভর হওয়ার উজ্জ্বল নিদর্শন।কলেজের অধ্যক্ষ প্রফেসর ড .অজন্তা পল বলেন, "যখন আমরা ক্রিসমাস উদযাপন করছি, তখন আমাদের মনে রাখা উচিত যে ভালোবাসাই হলো সবচেয়ে বড় উপহার, যা আমরা দিতে পারি। এই উৎসবমুখর মৌসুম আমাদের হৃদয়কে ভালোবাসা, দয়া এবং সহানুভূতিতে পূর্ণ করুক। 



আমি আনন্দিত যে আমাদের ছাত্রীরা শেখার পাশাপাশি উপার্জন করার মনোভাব গ্রহণ করছে, এবং আমি তাদের উৎসাহিত করছি যাতে তারা তাদের আত্ম নির্ভরতার পথে স্বাবলম্বী হয়ে চরৈবেতি মন্ত্রে দীক্ষিত হয়ে জীবনের পথে অগ্রসর হয়।" কলেজের ছাত্রীরা সুমেলী ( ফোক আর্কাইভ স্টাডি) র শিপ্ল পরামর্শদাতা হিরণ মিত্রের শৈল্পিক অভিভাবকত্বে এবং একের পর এক কর্ম শালা ও ভ্যালু অ্যাডেড কোর্স করে কলেজের সুচারু ইনকিউবেশন সেন্টার এবং উন্মেষ (অন্তপ্রেনারশিপ সেল) এর তত্বাবধানে প্রতিবছর ক্রিসমাস কার্নিভালে অংশগ্রহণ করে আরও সাফল্যের সঙ্গে হস্ত শিল্প সৃষ্টির মাধ্যমে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যাবার স্বপ্নে উচ্ছসিত।

Post a Comment

0 Comments