গত ১০ মে ২০২৪ ,১৬৩ তম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের মাল্টি লিঙ্গুয়াল সেল 'বাণী বন্ধন ' এবং পেন প্রিন্ট পাবলিকেশনের উদ্যোগে উদ্বোধন হল কলেজের বিশেষ রবীন্দ্র চিত্র প্রদর্শনীশালা এবং সভাগৃহ "রবীন্দ্র কক্ষ" ।' বাঙালির রবীন্দ্র সংস্কৃতি চর্চায় রবীন্দ্র - চিত্রকলা তুলনামূলক ভাবে অবহেলিত , অনালোচিত ।তাই উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের এই বিরল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই কক্ষের উদ্বোধক ও প্রধান অতিথি ,বর্ষীয়ান চিত্র শিল্পী শ্রী হিরণ মিত্র।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমতি পারমিতা চ্যাটার্জী ,স্থানীয় কাউন্সিলর । তিনি তাঁর ওজস্বী ভাষণে কলেজের এই অভিনব চিত্র কলা সচেতনতার উদ্যোগকে অভিবাদন জানিয়ে রবীন্দ্র কবিতা আবৃত্তি করে শ্রোতা দর্শকদের মন জয় করে নিয়েছেন। কলেজের অধ্যক্ষ ড অজন্তা পল মহাশয়া এই উদ্যোগের কান্ডারী। তিনি জানিয়েছেন 'একজন শিক্ষাবিদ ও সহিত্যিক হিসেবে তিনি সব সময়ই মনে করেন প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সঙ্গে চিত্র কলা ও অন্যান্য শিল্পের চর্চা ছাত্রী দের সর্বাঙ্গীণ বিকাশের পক্ষে অত্যন্ত জরুরি।
তাই রবীন্দ্র প্রতিভার এই স্বল্প চর্চিত দিকটি তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে হয়েছে। রবীন্দ্র নাথের দর্শন কে বুঝতে তাঁর বহুমুখী প্রতিভার সমস্ত কিছুর সঙ্গে চিত্র শিল্পের যোগও গভীর ভাবে রয়েছে। রবীন্দ্র মানসের অনুধাবনে তাই এই চর্চা অপরিহার্য।'
প্রখ্যাত শিল্পী হিরণ মিত্র তাঁর বক্তৃতায় রবীন্দ্র চিত্র কলার নন্দনতত্ব বিষয়ে আলোচনা প্রসঙ্গে তাঁর নিজের শিল্প চর্চায় এর প্রভাব বিষয়েও আলোচনা করেছেন। দর্শক শ্রোতারা বিরল অভিজ্ঞতায় ঋদ্ধ হয়েছেন এই দিন।
এই কক্ষ উদ্বোধনের পরবর্তী অংশে "রবীন্দ্র ভাবনা ও আধুনিক মনন " শিরোনামে আলোচনা চক্রে অংশ গ্রহণ করেন বিখ্যাত শিক্ষাবিদ এবং কবিবর্গ। শ্রী গোপাল লাহিড়ি, শ্রী জয়দীপ সারঙ্গী, শেখর ব্যানার্জি,অনীক চ্যাটার্জী এবং কুশল আন্দ্রেয় বিশ্বাস , রাজর্ষি পত্রনবিশ, শ্রীমতি সোমা চ্যাটার্জী, ড প্রমীলা ভট্টাচার্য, ইনাম হুসেন বেগ মল্লিক প্রমুখ।কলেজের আন্তর্জালিক পত্রিকা 'সোফোস ' এর উদ্বোধন করা হয়েছে। এই দিনটিতে কবিতা পাঠ এবং মুদ্রণ ও প্রকাশনা বিষয়ক কর্ম শালার মাধ্যমে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শ্রী সুপ্রিয় চক্রবর্তী এবং শ্রীতন্বী চক্রবর্তী (যৌথ কর্নধার,পেন প্রিন্ট পাবলিকেশন) এই কর্মশালার সহ আয়োজক ছিলেন।
0 Comments