Header Ads Widget

Responsive Advertisement

Bengal News Grid // দুঃস্থ মানুষের পাশে


একটি স্বেচ্ছাসেবক সংস্থার পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে, রাস্তার ধারে দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলো কিছু দ্রব্য সামগ্রী ও পানীয় জল।এই গ্রীষ্মের খরতাপে পথের মানুষজন যখন দাবাদহে দগ্ধ ঠিক সেই মুহূর্তে তাঁদের পাশে দাঁড়ালো এই স্বেচ্ছাসেবক দল।ডাবের জল,ঠান্ডা পানীয়, ফ্রুটি,ফলমূল,পাতলা সুতির জামা, সুতির লুঙ্গি তুলে দিলো পথের এই অসহায় মানুষদের হাতে এই স্বেচ্ছাসেবক সংস্থাটি।এই সংস্থাকে সাহায্য করেছেন হুগলী জেলার দেবানন্দপুরের(ব্যান্ডেল) শ্রদ্ধেয় অশোক কুমার দে ,ওনার সহধর্মিণী রুবি দে, ওনার সুযোগ্য পুত্র শ্রীমান অলোক দে এবং নদীয়ার রানাঘাটে অভিজিৎ অধিকারী ও হুগলির বাঁশবেড়িয়ার রানা বর্মন। ওনাদের এই কাজটি প্রধান মন্ত্রী স্বচ্ছ ভারতের কাজকে আরও দৃঢ় করলো।আমরাও ওনাদের সাধুবাদ জানাই।

Post a Comment

0 Comments