Header Ads Widget

Responsive Advertisement

এবার তেপান্তরে নটী বিনোদিনী

ডিজিটাল ডেস্ক, নভেম্বর,২০২১ঃ  সম্প্রতি তেপান্তর নাট্যগ্রামে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল “তৃতীয় নটী বিনোদিনী আন্তর্জাতিক নাট্য উৎসব”। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুম্বইয়ের বিশিষ্ট পরিচালক, অভিনেতা ও প্রযোজক প্রমোদ ডি পাওয়ার। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ও নির্দেশক আকাশআদিত্য লামা (মুম্বই); পরিচালক, অভিনেতা অজয় কুমার মালকানি (ঝাড়খণ্ড); নাট্যসমালোচক ও গবেষক আশিস গোস্বামী; বিশ্বভারতীর পাঠভবনের অধ্যক্ষ বোধিরূপা সিংহ; ভাবনা থিয়েটার ম্যাগাজিনের সম্পাদক অভীক ভট্টাচার্য প্রমুখ। নাট্য উৎসবের আয়োজক শান্তিনিকেতন কেন্দ্রিক নাট্যদল “দল নাট্যগোষ্ঠী”। 



তিন দিনে মোট পাঁচটি নাটক মঞ্চস্থ হয়। প্রথম দিন 'এবং আমরা' নাট্যদলের পরিবেশনায় পরিবেশিত হয় শেক্সপিয়ারের 'এ মিডসামার নাইটস ড্রিম' অবলম্বনে ‘নীল পিরিতের ফুল'। নির্দেশনায় কল্লোল ভট্টাচার্য। নাট্য উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয় আকাশআদিত্য লামার রচনা ও বিবেক উপাধ্যায়ের নির্দেশনায় 'শবরী কা মোহন'। 

নাটকটি প্রযোজনায় ছিল মুম্বইয়ের ‘বিগ ব্যাংগ থিয়েটারস ফাউন্ডেশন’। এদিনের দ্বিতীয় নাটক ছিল লাভপুর ‘বীরভূম সংস্কৃতি বাহিনী’র পরিবেশনায় 'বেহুলা লখিন্দরের পালা'। উপস্থাপনার কৌশলে যা বিশেষভাবে নজর কাড়ে। পুতুল নাটকের আঙ্গিকে অভিনেতারা পুতুল সেজে অভিনয় করেন। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন উজ্জ্বল মুখোপাধ্যায়।


উৎসবের শেষ দিন মঞ্চস্থ হয় সত্যজিৎ রায়ের চলচ্চিত্র 'মহাপুরুষ' অবলম্বনে নাটক ‘বিরিঞ্চিবাবা’। পরিবেশনায় ছিল শান্তিনিকেতনের নাট্যদল 'উনিশের দল এবং বন্ধুরা'। নির্দেশনায় ছিলেন চয়ন মুন্সি। এছাড়াও এদিন পরিবেশিত হয় উত্তর ২৪ পরগনার ‘বারাসাত কাল্পিক’ নাট্যদলের 'গল্পের মতোই... (এ ভাবেই থেকে যায়)' নাটকটি। নাটকটির মূল ভাবনা ও নির্দেশনায় ছিলেন দেবব্রত ব্যানার্জি।
ছবিঃ  স্বপন মাহাতো

Post a Comment

0 Comments