ডিজিটাল ডেস্ক, নভেম্বর,২০২১: সামাজিক পটভূমিকায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এবং তথ্যচিত্র নির্মাণ যেন ডক্টর চন্দ্রগুপ্তের একটি অভ্যেসে পরিণত হয়েছে। করোনা অতিমারির কারণে বছর দেড়েক তার কাজ গুলো বন্ধ থাকার পরে নতুন করে আবার পথ চলা শুরু হল আজ দক্ষিণ কলকাতার পরিচিত এক লোকেশনে। এবারে তৈরি করছেন সমাজের প্রান্তিক স্তরের মানুষের প্রতি উচ্চ-মধ্যবিত্ত এবং ধনী সম্প্রদায়ের মন-মানসিকতা এবং তার ফলশ্রুতিতে নিয়ে উপস্থিত ছিলেন ছবিটির প্রযোজক আসগর আলি কামাল।
এই চলচ্চিত্রে একটি গানও রয়েছে, যার মাধ্যমে ছবিটির বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। ছবিটির কাহিনি-চিত্রনাট্য-পরিচালনা ডক্টর চন্দ্রগুপ্ত। সহকারী পরিচালক তাঞ্জিদা তাহরিণ, সিনেমাটোগ্রাফার সুনির্মল মজুমদার, সহকারী অংকুর গুহ। প্রযোজনা 'কামালস্ এন্টারটেইনমেন্ট'।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিউলি রামানি গোমস, সুচরিতা সাধুখান, শিশু শিল্পী জয়শ্রী দাস এবং একটি বিশেষ চরিত্রে মনোতোষ সরকার ও প্রচারে: মৃত্যুঞ্জয় রায়।
গীতিকার এবং সুরকার পরিচালক নিজেই।
বলার অবকাশ রাখে না যে বিখ্যাত সিনেমাটোগ্রাফার সুনির্মল মজুমদার স্বভাবসিদ্ধ দক্ষতায় চিত্রগ্রহণ সম্পন্ন করেছেন। ছবিটির বিষয় প্রসঙ্গে পরিচালক জানালেন, সমাজের প্রান্তিক স্তরের মানুষদের প্রতি আমাদের মন-মানসিকতা পরিবর্তন করবার সময় এসেছে।
সময় এসেছে জাত-ধর্ম-বর্ণবিদ্বেষ ভুলে নতুন দেশ গড়ার শপথ নেবার। যেখানে সবাই বলতে পারবো 'আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে'। সেইসঙ্গে তিনি বারবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছিলেন, বিখ্যাত সিনেমাটোগ্রাফার সুনির্মল মজুমদারের আন্তরিকতা এবং কর্মকুশলতা বিষয়ে।
আশা করা যায় আগামী বছর শুরু থেকেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এই মর্মস্পর্শী সামাজিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটি দেখা যাবে।
0 Comments