Header Ads Widget

Responsive Advertisement

ভুকৈলাশে "করোনা কালে করুণা"

নিউজ ডেস্ক,অক্টোবর,২০২১: দুর্গাপুজো মানেই কলকাতার সেরা সেরা কিছু পুজো যেগুলো দেখার জন্য মানুষ দুর দুরান্ত থেকে ছুটে আসে দেখার জন্য। আর এই সেরা পুজো গুলোর মধ্যে খিদিরপুর ভুকৈলাস হলো অন্যতম।সব নাম করা পুজোর সাথে প্রত্যেক বছর তাল মিলিয়ে নতুন নতুন থিম করে এক অন্য পরিচিতি তৈরী করেছে নিজের।এবছর তাদের ৭৫ তম বর্ষ। এবছর তাদের চমক "করোনা কালে করুনা। সমগ্র ভাবনায় ও সৃজনে শিল্পী সঞ্জয় দাস।

সতী দশদিকে বিনাশকারী ও করুণার প্রতিমূর্তি হিসাবে আবির্ভূতা হন। সতীর দশটি রূপের প্রকাশ হল দশমহাবিদ্যা।


দশমহাবিদ্যার রুপগুলি হল - কালী,তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। এই দশদেবী হলেন মহাশক্তি তথা নারী শক্তির দশমূর্তি।মহাবিদ্যার শব্দবন্ধনটি হল"মহা"হল মহৎ এবং "বিদ্যা"হল প্রকাশরূপ জ্ঞান।
কিন্তু গত বছরের মত এবছরও যেন শুধু মনখারাপের। এর মধ্যেই"মা" এসেছেন কিন্তু সেই আনন্দ,সেই আহ্লাদ,সেই উৎসব,সেই সর্বজনিত্ব কোথায়? করোনার আবহে এই বছরও নেই সেই উৎসব বহুল আনন্দনুষ্ঠান। পুজো হচ্ছে, মানা হচ্ছে সমস্ত আচার নিয়মও। কিন্তু বাধানিষেধ অনেক।
সরকারী নিয়মবিধি মেনে মাস্ক,স্যানিটাইজার,শারীরিক দূরত্ব বাধ্যতা মূলক।
আসুন আমরা সকলেমিলে করুনাময়ীর আরাধনায় ব্রতী হই আর সচেতনায় করোনাভাইরাসকে বিনাশ করি।

Post a Comment

0 Comments