Header Ads Widget

Responsive Advertisement

বাস্তব কে নিয়ে তৈরী ছবি "সর্ষেফুল"


নিজস্ব প্রতিনিধিঃ
"S.S.C হচ্ছে না, কাউকে permanent করছে না, B.Ed করে বসে আছি, teacher রা literally রাস্তায় ধর্নায় বসছে"... এই রকম প্রেক্ষাপটেই শুরু হয় সর্ষেফুল এর গল্প বলা।।


"সর্ষেফুল... সৌভিক মণ্ডলের পরিচালনায় আকাশ আট চ্যানেল এর নতুন OTT Platform Platform 8" এর পূর্ণ দৈর্ঘের WEB FILM. বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে সারাদেশ জুড়ে বেকারত্ব একটা ভয়াবহ চিত্র ধারন করে চলেছে, সেই চিত্রের প্রতিনিধি হিসাবে পাই আমরা সুমন কে।।সুরেন্দ্রনাথ থেকে পাস করে চাকরির জন্য হন্যে হয়ে প্রায় ছ-সাত বছর কাটিয়ে ফেলেছে সে।।


রোজ চাকরির পাতায় চোখ বুলিয়ে application করা, সপ্তাহে তিন-চারটে interview দেওয়া,যথারীতি অসফল হয়ে বাড়ি ফেরা, আর ফিরে পাশের বাড়ির ছেলেটা/মেয়েটার চাকরির খবর পাওয়া... এই হল সুমনের দমবন্ধ জীবনের উপকরন।।



আর এর মধ্যে ইন্দ্রাণীর ভালবাসা তার কাছে যেন একমাত্র দক্ষিণের বাতাস।। উত্তর কলকাতার পুরনাে পাড়ায় প্রায় ত্রিশ বছর ভাড়া আছে সুমনের পরিবার।।গোটা পরিবার, ইন্দ্রাণী তাকিয়ে এখন সুমনের চাকরি পাওয়ার দিকে।। অভাব সাথে সাথে হাঁটলেও দুচোখ ভর্তি স্বপ্ন উজাড় করে আসে সুমনের, যে একদিন কলকাতার গলিপথ চিরে চলে যাবে তার মারসিডিস।।








বৃষ্টির কলকাতাকে প্রেক্ষাপটে রেখে সর্ষেফুল এর গল্প এগােয় সুমন ইন্দ্রাণীর হাত ধরে। আদৌ কি সুমনের দেখা স্বপ্ন সত্যি হবে, ইন্দ্রাণীকে চলার পথে সাথে পাবে, নাকি দিনের বেলায় জেগে দেখা স্বপ্নের মত না পাওয়াকে সাথে নিয়েই জীবন শেষের সিদ্ধান্ত নিতে হবে সুমনকে...! Roll Camera Action Production House এর প্রযোজনায় সৌরভ সান্যাল ও অভিনন্দন দত্ত এর নিবেদনে তৈরি হয়েছে এই ছবি।।



মুখ্য ভূমিকায় অভিনয় করেছে সােমরাজ মাইতি, পৃথা সেনগুপ্ত, সাথে কৌশিক চ্যাটার্জি, রুমকি চ্যাটার্জি ।
চিত্রগ্রহণে জয়দীপ দে, সম্পাদনায় স্বর্ণাভ চক্রবর্তী, আবহ ও সঙ্গীতে শুভদ্বীপ গুহ,ধ্বনিমিত্রনে সৌম্য চ্যাটার্জি।

Post a Comment

0 Comments