Header Ads Widget

Responsive Advertisement

পরিবেশ সুরক্ষা নিয়ে সচেনতা বাড়ানোর উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ক্ষুদ্রঋণ সংস্থা


নিউজ ডেস্কঃ 
শিক্ষা ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে সামাজিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে ক্ষুদ্র ঋণ সংস্থা ভিলেজ ফিনান্সিয়াল সার্ভিসেসের (ভিএভএস)।। পরিবেশ দূষণ রোধে এবং জল সংরক্ষণের জন্য কাজ করে চলেছে সংস্থাটি।। ঋণগ্রহীতাদের সঙ্গে নানান জায়গায় বৃক্ষরোপণ এবং ভিএভএফসের রুটিন হয়ে দাঁড়িয়েছে।। 


ভিএভএস কোভিডের সময়ে প্রত্যেক শাখায় "বৃক্ষরোপণ"এবং মাস্ক বিতরণের অভিযান শুরু করেছে যাতে পরিবেশ সুরক্ষার জন্য যত সম্ভব বৃক্ষরোপণ করা যায় এবং মাস্ক বিতরণের মাধ্যমে গ্রামবাসীদের এই কর্ণ ভাইরাসের ইনফেকশন থেকে সুরক্ষিত রাখা যায় তার চেষ্টা চালিয়েছে।। সংস্থার এমবি ও সিইও কুলদীপ মাইতি বলেন পরিবেশ সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রকৃতির সাথে দরিদ্রদের খুবই প্রত্যক্ষ সম্পর্ক আছে।।

উদাহরণস্বরূপ, গ্রামের অনেক গরিব মানুষ জন শালপাতার ডিসপোসেবল খাবার প্লেট তৈরি করে নিজেদের জীবিকা চালান।। পরিবেশ দূষণের জন্য যদি শাল গাছের ক্ষতি হয় তাহলে তো আর প্রথম প্রভাব এই মানুষদের জীবিকার উপর পড়বে।।

Post a Comment

0 Comments