Header Ads Widget

Responsive Advertisement

কেভেন্টার অ্যাগ্রো পশ্চিমবঙ্গের চা বিক্রেতাদের জন্য লঞ্চ করল মেট্রো স্পেশাল মিল্ক


১৮আগস্ট,কলকাতাঃ 
কোভিড জনিত লকডাউনে সারা রাজ্যের চা বিক্রেতাদের জীবিকার্জন ব্যাহত। এমন একটা সময়ে কেভেন্টার অ্যাগ্রোর ব্র্যান্ড মেট্রো লঞ্চ করল মেট্রো স্পেশাল মিল্ক।

চায়ের দোকানের মালিকদের জন্য তৈরি মেট্রো স্পেশাল মিল্ক এমন এক কম্পোজিশন, যে প্রতি পাউচে কয়েক কাপ বেশি দুধ পাওয়া যাবে।


এই লঞ্চ সম্বন্ধে শ্রী সুনীল কাজারিয়া, হেড অফ ডেয়ারি অ্যান্ড ফ্রেশ ফুডস, কেভেন্টার অ্যাগ্রো, বললেন “মেট্রো স্পেশাল মিল্ক লঞ্চের পিছনে আমাদের উদ্দেশ্য চা পানকারীদের আরও ভাল স্বাদের সন্ধান দেওয়া। এই উৎপাদনটি যাতে চা বিক্রেতারা সহজেই পান তা নিশ্চিত করতে আমরা সাধারণ দোকান ছাড়াও সরাসরি চায়ের দোকানের মালিকদের কাছে পৌঁছবার নীতি নিয়েছি।”

এই দুধের ৫০০ মিলি পাউচের দাম নির্ধারিত হয়েছে ২৫/- টাকা। প্রাথমিকভাবে পাওয়া যাবে কলকাতা, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে।

Post a Comment

0 Comments