নিউজ ডেস্ক:
"তুলির টানে"র কর্ণধার নুপুর মুখার্জিি জানালেন তাদের প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের কিছু কথা।।
কভিড রোগীদের সাহায্যে ও যশ এ কবলিতদের ত্রাণ দিয়ে সাহায্য করার প্রয়াস এ এগিয়ে এসেছেন উনি।। রেড ভলেন্টিয়ার দের হাতে তুলেদিয়েছেন ৬টি অক্সিফ্লো মিটার।।
জাপানের একদল সহৃদয় বাঙালি এবং ভাস্কর ও তনয়া দাশগুপ্তর তত্তাবধানে অর্থ সাহাজ্যের মাধ্যমে "তুলির টানে"র এই প্রয়াসকে সার্থক করা সম্ভব হয়েছে।। জাপানের গ্রুপ যে অর্থ দিয়েছে সেই অর্থ যশ কবলিতদের ত্রাণ পাঠিয়েছে "তুলির টানে" , কসবা থানার ইন্সপেক্টর শ্রী গৌরব ভট্টাচার্য "তুলির টানে"র অতী পরম বন্ধু হয়ে পাশে থেকেছেন সর্বদা।।
তিনি সব সময় সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন "তুলির টানে"র যে কোনো প্রয়াস কে সাফল্য করতে।।আশা করছি আরো বেশি করে এদের পাশে থাকতে পারবে "তুলির টানে" যদি সহৃদয় ব্যক্তিদের সহায়তার হাত সর্বদা থাকে।।
"Tulir Tane"
0 Comments