Header Ads Widget

Responsive Advertisement

সাইক্লোন বিধ্বস্ত এলাকায় দেশপ্রেম


সম্প্রতি (৬.০৬.২০২১)  বিধ্বস্ত
 রামনগর ১ এর চাঁদপুর গ্রামের দক্ষিণ পাড়ায় ত্রাণ নিয়ে হাজির হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন দেশপ্রেম। সমুদ্র লাগোয়া গ্রামটি ইয়স এর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। 


এখনও গোটা গ্রাম কার্যত নোনা জলের তলায়। নেই পানীয় জল। খাবার দাবার। ত্রাণই এখন ওঁদের ভরসা। দেশপ্রেম এর সভাপতি শিবাঞ্জন পালের নেতৃত্বে চারজনের দল বিপন্ন গ্রাম বাসীদের হাতে তুলে দিল চাল, ডাল, আটা, মশলা, মুড়ি, সয়াবিন সহ গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় সামগ্রী। 



একশো দশজনের হাতে। যদিও প্রয়োজনের তুলনায় এই ত্রাণ সামগ্রী অপ্রতুল, তবুও সাইক্লোন বিদ্ধস্ত, আসন্ন অমাবস্যার ভরা কটাল নিয়ে আতঙ্কগ্রস্ত মানুষগুলির মুখে সামান্য হাসি ফোটাতে পেরে দেশপ্রেম ধন্য। 


যাঁদের নিঃস্বার্থ দানে এই ত্রাণ সামগ্রী জোগাড় করা সম্ভব হয়েছে, সেই নেপথ্য নায়কদের কুর্নিশ জানায় দেশপ্রেম।
এই মাসের শেষে সুন্দরবনের আরও দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশপ্রেম। 



আপনাদের প্রশ্রয়ই আমাদের পাথেয়।
এবারের অভিযানে সামিল হয়েছিলেন শিবাঞ্জন পাল, অঞ্জনা পাল, রাজঋত শেঠ, দশরথ রবিদাস ও প্রিয়ব্রত দত্ত।

Post a Comment

0 Comments