Header Ads Widget

Responsive Advertisement

দুর্গত মানুষের পাশে গঙ্গশ্রী রিসার্চ কাউন্সিল


নিউজ ডেস্ক :
করোনার দ্বিতীয় ঢেউ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।। তার মধ্যেই সঙ্গ দিতে দেখা গেল ঘূর্ণিঝড় "যশ" কে।। "যশ"এর ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।।



বহু মানুষ হারিয়েছেন তাদের নিজের বসত বাড়ি টুকুও, অনেকে হারিয়েছেন তাদের নিজের আপন জনকেও।। মিলছে না দুবেলা-দুমুঠো খাওয়ারো।।



এমনই একটি কঠিন পরিস্থিতিতে কিছু অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো- গঙ্গশ্রী রিসার্চ কাউন্সিলের ডিরেক্টর কৃষ্ণেন্দু রায় এবং দক্ষিণ ২৪ পরগনা কবাডি অ্যাসোসিয়েশনের সৌরভ ঘোষ (ন্যাশনাল কোচ) ড: শুভঙ্কর হোম, ড: শাশ্বতী হোম, আন্তর্জাতিক ওয়াটার পোলো খেলোয়াড় রবিন বলদেব, আন্তর্জাতিক জিবন্যাস্ট গোবিন্দ প্রামানিক, শুভন্ন রায় প্রমুখরা।।




সাগরের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিলনী সংঘের সামনে "যশে" যেসব পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে সেরকম এক হাজার মানুষকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বস্ত্র পানীয় জল বিতরণের মাধ্যমে পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন।।

Post a Comment

0 Comments