Header Ads Widget

Responsive Advertisement

জোড়াসাঁকোতে তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী বিবেক গুপ্তা সাংবাদিকদের মুখোমুখি


কলকাতা,৪ মে
:   দীর্ঘ কয়েক মাস পরিশ্রমের ফল হিসাবে, জয়ের মুখ দেখলেন তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তা । জয়ী হয়েই সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভবিষৎ পরিকল্পনার কথা সুস্পষ্ট করেছেন তিনি ।  



 তার করণীয় প্রথম 3 টি কাজের মধ্যে, সবার প্রথমেই তিনি রেখেছেন বেকারত্বকে । বেকারত্ব দূরীকরণের জন্য, "জোড়াসাঁকো জব মেলা" এর কথা জানিয়েছেন তিনি যার মাধ্যমে যুবক যুবতীদের ভাল চাকরি প্রদান করা হবে । দ্বিতীয়ত, তিনি জোড়াসাঁকোর সংস্কৃতি কে রক্ষার মাধ্যমে পর্যটন শিল্প কে আরো উন্নত করার কথা জানান । 


শুধু তাই নয় লোকাল যুবক যুবতী দের গাইড হিসেবে নিযুক্ত করে পর্যটন শিল্প কে উন্নত এবং বেকারত্ব দূরীকরণের কথাও বলেন তিনি । আর অবশেষে তৃতীয় পরিকল্পনা হিসাবে তিনি গুরুত্ব দিয়েছেন স্বচ্ছতা কে । 



এছাড়াও এই সাক্ষাৎকারে তিনি, মমতা ব্যানার্জী এর কথা মতো সাংবাদিক দের কোভিড যোদ্ধা হিসাবে সম্বোধন করেন এবং  তাঁদের পেনশান সহ, কলকাতার প্রেস কবে মমতা ব্যানার্জী - র সাংবাদিক দের জন্য ঘোষণা করা বিভিন্ন স্কিম কে মান্যতা দিয়ে সেই সব স্কিম ও সুবিধা কার্যকরী করার পক্ষেও আশ্বাস দেন ।

Post a Comment

0 Comments