Header Ads Widget

Responsive Advertisement

জোড়াসাঁকোকে পর্যটন মডেল রূপে ঢেলে সাজানোর প্রস্তাবে বিধান সভার তৃনমূল কংগ্রেস প্রার্থী বিবেক গুপ্তা


নিউজ ডেস্ক : 
 শনিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নিবাচনী ইস্তেহার নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন  রাজ্যসভার সাংসদ তথা জোড়াসাঁকো বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিবেক গুপ্তা।


তিনি জানান জোড়াসাঁকো একটি মিশ্র সংস্কৃতির মিলনক্ষেত্র। এখানে বিভিন্ন ধর্মের লোকেদের বসবাস। তিনি সাংবাদিক সম্মেলনে জানান জোড়াসাঁকোকে পর্যটন সংস্কৃতির সঙ্গে জুড়তে তার চেষ্টা চলছে। তিনি আরও জানান ইতিমধ্যে চার চারটি প্রস্তাবনা নিয়ে আসতে চলেছে । 


https://youtu.be/sJ-G8jltfjk

তিনি জানান জোড়াসাঁকো বিধানসভায় ১১টি ওয়ার্ডে মোট ২.৫লক্ষ ভোটার রয়েছে।   কবিগুরুর নাম বিশ্ব দরবারে নিয়ে যেতে এই জোড়াসাঁকোকে এক মডেল রূপে ঢেলে সাজানো হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৩৭নং ওয়ার্ড সভাপতি প্রিয়াল চৌধুরী, তপন কুমার ঘোষ সহ অন্যান্যরা।

Post a Comment

0 Comments