নিউজ ডেস্ক: দলীয় ও সরকারি সব পদ ছাড়লেন আলিপুর দুয়ারের, জেলা পরিষদের মেন্টর ও তৃণমূলের দাপুটে নেতা মোহন শর্মা।
জেলা আই ডি এস বোর্ডের চেয়ারম্যান, ডিস্ট্রিক সিলেকশন কমিটির চেয়ারম্যান, তরাই ডুয়ার্স কালচারাল ডেভেলপমেন্ট বোর্ড (গোর্খা) এর চেয়ারম্যান সহ নয়টি পদ থেকে পদত্যাগ করেছেন মোহন শর্মা।
গত এক বছর থেকে দলের সঙ্গে দুরুত্ব তৈরি হয়েছিল মোহন বাবুর । এদিন সাংবাদিক সন্মেলন করে তার এই পদত্যাগের কথা জানান এবং দলের জেলা সভাপতি মৃদুল গোস্বামির বিরুদ্ধে তিব্র ক্ষোভ জানিয়ে বলেন, নির্বাচন ঘোষনার পর একবারও ফোন করেননি জেলা সভাপতি । উল্লেখ্য বিষয় এইদিন তিনি কালচিনির প্রার্থীর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন ।
অবশেষে সব পদ ছাড়লেন মোহন শর্মা । তবে তৃণমূলের সাধারন কর্মী হিসেবে থাকবেন দলে।বিমল গুরুং - কে তৃণমূলের দিকে আনার জন্য মোটা টাকা দিয়েছেন বলেও এদিন প্রকাশ্যে জানান তিনি ।
0 Comments