Header Ads Widget

Responsive Advertisement

১৫ ও ১৬ মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক

 


নিউজ ডেস্ক: কেন্দ্রীয়
 বাজেটে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে কেন্দ্রীয় সরকার বেসরকারিকরণ করার কথা ঘোষণা করেছে তারই প্রতিবাদে ফের আবার ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া নেশনালাইজড ব্যাংকস অফিসার্স ফেডারেশন ৷ আগামী ১৫ এবং ১৬ মার্চ সোম ও মঙ্গলবার এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷

বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণ এবং বিমা সংস্থায় বিদেশি বিনিয়োগ করার কথা বলেছেন। ফেডারেশনের যুগ্মসচিব সঞ্জয় দাস এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘জনধন, অটল পেনশন, মুদ্রা লোন থেকে কৃষি ঋণ এমনকি আধার থেকে গতিধারা সব সরকারি প্রকল্প বাস্তবায়িত করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি ৷ তাছাড়া গ্রামেও ব্যাঙ্কিং পরিষেবায় নিয়োজিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক৷ মহামারির সময়েও সরকারের দেওয়া টাকাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিল ব্যাঙ্ক ৷ আর বর্তমানে সেই ব্যাঙ্কগুলি অনাদায়ী ঋণের ফলে সাম্প্রতিক বছরগুলিতে অধিকাংশ ব্যাঙ্ক আর্থিক ক্ষতির শিকার হয়েছে।সরকার ঋণ প্রতারকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি।পুঁজিপতিদের হাতে সাধারণ মানুষের সঞ্চয়ের টাকা তুলে দেওয়া হচ্ছে৷’’

সঞ্জয় বাবু আরো বলেন, রাজ্যের ৬ হাজার এটিএম ৫ হাজার শাখা সহ দেশের পাঁচ লক্ষ শাখা প্রভাবিত হবে।

অন্যদিকে মাসের দ্বিতীয় শনিবার ও রবিবার হওয়ায় পড়ায় ১৩ ও ১৪ ব্যাঙ্ক ছুটি এবং ১৫ এবং ১৬ মার্চ ধর্মঘট ৷ সব মিলিয়ে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা ৷

Post a Comment

0 Comments