Header Ads Widget

Responsive Advertisement

সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত শেষ ছবি মুক্তি পেতে চলেছে ৫ই


নিউজ ডেস্ক :  
সাইকোলজিকাল থ্রিলার"দা জোকার"মুক্তি পেতে চলেছে ৫ই মার্চ।একজন সত্যসন্ধানী হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় কে শেষ বারের মতন দেখা যাবে এই ছবিতে।

২০২০তে কোভিদ আমাদের জীবন থেকে সরিয়ে নিয়েছে সিনেমা জগতের বহুমূল্যবান ব্যক্তিত্বকে। সেই রকম অসামান্য ব্যাক্তিত্ব ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ওনাকে আমরা আর কোনোদিন দেখতে পাবনা শুধু রয়ে গেলো ওনার অসামান্য কাজ গুলো।সেই কাজগুলোর মধ্যে অন্যতম হলো "দা জোকার"। 



বিভিন্ন প্রেক্ষাগৃহে ৫ই মার্চ এই ছবিটি রিলিজ হতে চলেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আমান রেজা,বিবেক রায়, সংযুক্তা রায়, কোহিমা বসু, মৌ বৈদ্য,অর্চিষ্মান সিং,দিলরাজ,আরব সাহা,জয়ন্ত পর্বত,প্রাঞ্জল সরকার,জয় বোস,সুভাষ পচিসিয়া,কঙ্কন কর,খুশি খাতুন, সঞ্চারি চ্যাটার্জী,হিমিকা পাত্র, সায়ন বিশ্বাস, প্রমূখ কে।


এই ছবিটির ডিরেক্টর হলেন জয় ভট্টাচার্য, মিউজিক সুমিত রায়,গান গেয়েছেন সপ্তপর্ণী বসু,এবং ছবিটি সম্পাদনা করেছেন অরিন্দম গায়েন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্বে ছিলেন অনিতেশ।


ক্যামেরার দায়িত্বে ছিলেন রঞ্জিত মন্ডল,শুভেন্দু সাহা,উদয় এবং সানি ভট্টাচার্য্য।"সানি এন্টারটেইনমেন্ট" এর ব্যানারে এটি প্রথম ছবি।

Post a Comment

0 Comments