Header Ads Widget

Responsive Advertisement

আসছে রঞ্জিৎ দাস এবং শ্রীজিৎ দাস পরিচালিত, "ওয়ার ( জার্নি টু উইন)"


নিউজ ডেস্ক : 
  'মায়াজাল', 'শহরের উষ্ণতা', 'বসন্ত বিলাপ' এবং "টিউবলাইট"- এর মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করার পর এই সব আসতে চলেছে, রঞ্জিৎ দাস এবং শ্রীজিৎ দাসের নতুন ছবি "ওয়ার(জার্নি টু উইন )'। 



ছবিটিতে অভিনয়  করতে দেখা যাবে,শান্তি লাল মুখার্জী, মৌসুমী সাহা, সুদীপ মুখার্জী, প্রতীক, তিথি, শৈলযা, রূপম, দ্বীপ এবং পান্নালাল ঘোষ প্রমুখ কে এবং ছবিটির আবহ সংগীতে সহায়তা করেছেন ইন্দ্রনীল গুহ । 



রঞ্জিৎ দাস এবং সৃজিত দাস পরিচালিত এই ছবিটি অনুসারে, ডি.এম মানশী চ্যাটার্জী, তার ছেলে অর্জুনের সাথে থাকেন ।


স্বভাব অনুসারে তিনি অত্যন্ত কড়া এবং নিয়মানুবর্তিত ব্যক্তি ।এখানে অর্জুন তার মাকে প্রচন্ড ভালবাসে কিন্তু স্বভাবতই সে তার ক্যারিয়ার নিয়ে খুব বেশি সিরিয়াস নয় । মায়া হলো অর্জুনের প্রেমিকা।  


হঠাৎ করে মিসেস চ্যাটার্জী একদিন নিখোঁজ হয়ে জান। অর্জুন তার প্রেমিকা মায়া এবং তার শৈশবের বন্ধু গণেশকে সাথে নিয়ে নিজের মায়ের খোঁজ শুরু করেন । হঠাৎ অর্জুন একটি ক্লু পেয়ে, মায়াকে সঙ্গে নিয়ে উত্তর-পূর্ব বাংলায় যায় তার মাকে খুঁজতে।

সেখানে দেখা যায় বিজয় সিং এবং তাঁর পুত্র রনি অবৈধ ব্যবসা এবং অসামাজিক কার্যকলাপ চালাচ্ছে । কিন্তু কেউ রনি দ্বারা করা এমএলএ কে হত্যার ভিডিও ক্লিপ দেখিয়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তাদের সাথে কে এইরকম বিপজ্জনক কাজ করছে তা তারা জানতে পারছে না। 


অন্যদিকে অর্জুন নিজের মায়ের সন্ধানে পৌঁছায় একটি বারে যেখানে তার দেখা হয় নিশার সাথে । নিশা অর্জুনকে যথা সম্ভব সাহায্য করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ রনির ডানহাত,মুন্না নিশাকে অপহরণ করে এবং অর্জুন সেখানে গিয়ে নিশাকে বাঁচায়। 


মায়া ভয়ে মুন্নাকে মেরে ফেলে । অর্জুন যখন জানতে পারে বিজয় সিং তার মা কে অপহরণ করেছে তখন সে রনিকে খুঁজে পাওয়ার চেষ্টা করে  এমন সময় রনি নিশাকে অপহরণ করে। অর্জুন সেখানে গিয়ে নিশাকে বাঁচায় এবং রনিকে মেরে ফেলে । এর পরে সে তার মাকে উদ্ধার করতে গিয়ে জানতে পারে এই সবকিছুর পিছনে রয়েছে মায়া এবং অবশেষে সে তার মা কে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনে ।

Post a Comment

0 Comments