Header Ads Widget

Responsive Advertisement

অ্যাপোলো হসপিটাল ও তার চিকিৎসা পদ্ধতি

 


নীলাঞ্জনা চ্যাটার্জী :  অ্যাপোলো হসপিটাল, ইতিমধ্যেই সর্বপরিচিত একটি হসপিটাল । শুধু পরিচিতি নয়, কাজের ক্ষেত্রেও কম যায়না কোনো দিক থেকেই । ইতিমধ্যে তারা ভারতের বিভিন্ন জায়গায় পৌঁছেছে উন্নত চিকিৎসা পদ্ধতি নিয়ে । একটি ৭ বছরের মেয়ে গোহাটি থেকে চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে যায়, তার ডানপায়ের হাঁটুর ব্যাথার চিকিৎসার জন্য । মেয়েটি গুরুতর হাঁটুর ব্যাথার কারণে অতি সাধারণ কাজগুলি যেমন - হাঁটা, খেলাধুলা কোনো কিছুতেই সক্ষম ছিল না । 


সে চেন্নাইয়ে অর্থোপেডিক সার্জেন ডাঃ বিজয় কিশোর রেড্ডির কাছে নিজের চিকিৎসা করায় এবং মেয়েটির " ডিসকয়েড ল্যাটেরাল মেনিস্ক্যাল টিয়ার " ধরা পরে যা বাচ্চাদের মধ্যে খুবই কম দেখা যায় । মেয়েটিকে সুস্থকরার জন্য একটি পদ্ধতির মধ্যদিয়ে যেতে হয় যা " অ্যাথ্রোস্কপিক সসেরিজেশন অ্যান্ড রিপেয়ার অফ ডিসকয়েড ল্যাটেরাল মেনিস্ক্যাল টিয়ার" নামে পরিচিত । 


এই মেয়েটি হলো ভারতের সবচেয়ে ছোট একজন মানুষ যে এই পদ্ধতিটির মধ্য দিয়ে গেছে । সার্জারির ৭ মাসপর মেয়েটির মা বাবা লক্ষ্য করে যে মেয়েটি হাঁটতে পারছে কোনো সমস্যা ছাড়াই এবং বর্তমানে কোনো সমস্যাই নেই  তার পায়ে।

Post a Comment

0 Comments