নিউজ ডেস্ক :-
কর্ম সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে সারাবছর ধরে সামাজিক কর্মকান্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রচেষ্টার মধ্যে আজকের রক্তদান কর্মসূচি। ১৮ বছরের নতুন রক্তদাতাদের উৎসাহিত করে সকল বয়সের মানুষজনকে নিয়ে সামাজিক কাজে সামিল হওয়াটা এই সংগঠনের বিশেষ উদ্যেশ্য ।
এবছরও এর ব্যতিক্রম হয়নি। ৫০ জন রক্তদাতা আজকের অনুষ্ঠানে রক্তদান করেছেন। এ বছর আমাদের রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়েছে কৃষ্ণপুর সমর পল্লীর মাতৃ অ্যাপার্টমেন্টের কমিউনিটি হলে। প্রতিবারের মতো এবারও আমাদের সহযোগী লাইফ কেয়ার ব্লাড ব্যাংক। গরিষ্ঠ নাগরিক বৃন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন ।যারা রক্তদান করতে না পারলেও তাদের মূল্যবান পরামর্শ এবং সাহচর্য দিয়ে আমাদের চলার পথকে অনেক সুগম ও আনন্দময় করেছেন। এত মানুষের পদধলিতে আমাদের রক্তদান উৎসব আজ ধন্য হয়েছে।
সকল রক্তদাতাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর ধন্যবাদ। কর্ম সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের প্রত্যেকটি অংশগ্রহণকারী সদস্য যাদের নিরবিচ্ছিন্ন কর্ম প্রয়াস ও সাধনায় আজকের এই অনুষ্ঠান সাফল্যমন্ডিত হলো তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ । কর্মা সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের প্রাণপুরুষ তথা চেয়ারম্যান শ্রী অনিল কুমার দাস, (আইনজীবী) -এর, সকল বয়সের মানুষজনকে নিয়ে সুশৃঙ্খল পদ্ধতিতে সামাজিক কাজে নিজেদের একাত্ম করার প্রয়াস অবশ্যই প্রশংসনীয়। সমাজ এভাবেই দায়িত্বশীল সামাজিক ভুমিকায় নিজেদের একাত্ম করুক।
0 Comments