এই প্রদর্শনী এবং বিক্রয় চলবে ২৪শে জুন থেকে ২৫শে জুন,সকাল ১১টা থেকে রাত ৮টা।এই প্রদর্শনীতে আছে বিভিন্ন সামগ্রী।রয়েছে এথনিক থেকে ফিউশন ডিজাইনার পোশাক,উপহারের সামগ্রী,অলংকার,লিনেন,ম্যুরাল,হস্তশিল্প, শিল্পদ্রব্য,মাটির তৈরী সামগ্রী,কাঠ খোদাই, কিউরিও,ক্রিস্ট,চর্ম ও পাট জাত দ্রব্য, সেরামিক ও আরও কিছু।
ঘর সাজানোর জিনিস এতই সুন্দর,যে আপনি কেনার ইচ্ছা দমন করতে পারবেননা। ৫০টিরও বেশী স্টল রয়েছে এই মেলায়।মিস্টার দেবাশিস চ্যাটার্জী, ম্যানেজিং ডিরেক্টর,ফেয়ার মিডিয়া-ইণ্ডিয়ান ডিজাইনারস হাট বলেন, এই মর্যাদাপূর্ণ প্রদর্শনীর উদ্দেশ্য হল দক্ষ ও পেশাদার দের জন্য কেনাবেচা উচ্চস্তরে নিয়ে যাওয়া।
ঘর সাজানোর জিনিস এতই সুন্দর,যে আপনি কেনার ইচ্ছা দমন করতে পারবেননা। ৫০টিরও বেশী স্টল রয়েছে এই মেলায়।মিস্টার দেবাশিস চ্যাটার্জী, ম্যানেজিং ডিরেক্টর,ফেয়ার মিডিয়া-ইণ্ডিয়ান ডিজাইনারস হাট বলেন, এই মর্যাদাপূর্ণ প্রদর্শনীর উদ্দেশ্য হল দক্ষ ও পেশাদার দের জন্য কেনাবেচা উচ্চস্তরে নিয়ে যাওয়া।
ইণ্ডিয়ান ডিজাইনার হাট অংশগ্রহনকারীদের সর্বাধিক পরিচিতি গাওয়ার জন্য নিখুঁত প্ল্যাটফর্ম তৈরী করে দেয়, যেহেতু প্রদর্শকদেরদের ব্যবসাগত কৌশলের শক্তি ও মিশ্র খরচের কথা মনে রেখে এটিকে রূপদান করা হয়েছে।
প্রদর্শকরা যাতে বিক্রির চ্যানেল ও সাধারণ ভোক্তা গায়, আমাদের ট্রেড সেই ব্যবস্থা করে দেয়।এছাড়াও ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।৫০০০ টাকা ও তার উপরে কেনাকাটার জন্য সুনিশ্চিত উপহার আছে ও সর্বোচ্চ ১০ জন ক্রেতার জন্য রুপোর কয়েন আছে।
0 Comments