Header Ads Widget

Responsive Advertisement

BG News ! "হার স্টোরি" : IDH এর নতুন ভাবনা

দেবারতি ঘোষ,কলকাতা:- ফেয়ার মিডিয়া-ইণ্ডিয়ান ডিজাইনার হাট (আইডিএইচ) কোলকাতা আয়োজন করেছে ২ দিন ব্যাপী ফ্যাশন ও লাইফস্টাইল মেলা "হার স্টোরি"।এই মেলায় রয়েছে স্বল্প মূল্যের নানান এক্সক্লুসিভ কালেকশন।যা দেখে খুশি ক্রেতারা।

এই প্রদর্শনী এবং বিক্রয় চলবে ২৪শে জুন থেকে ২৫শে জুন,সকাল ১১টা থেকে রাত ৮টা।এই প্রদর্শনীতে আছে বিভিন্ন সামগ্রী।রয়েছে এথনিক থেকে ফিউশন ডিজাইনার পোশাক,উপহারের সামগ্রী,অলংকার,লিনেন,ম্যুরাল,হস্তশিল্প, শিল্পদ্রব্য,মাটির তৈরী সামগ্রী,কাঠ খোদাই, কিউরিও,ক্রিস্ট,চর্ম ও পাট জাত দ্রব্য, সেরামিক ও আরও কিছু।


ঘর সাজানোর জিনিস এতই সুন্দর,যে আপনি কেনার ইচ্ছা দমন করতে পারবেননা। ৫০টিরও বেশী স্টল রয়েছে এই মেলায়।মিস্টার দেবাশিস চ্যাটার্জী, ম্যানেজিং ডিরেক্টর,ফেয়ার মিডিয়া-ইণ্ডিয়ান ডিজাইনারস হাট বলেন, এই মর্যাদাপূর্ণ প্রদর্শনীর উদ্দেশ্য হল দক্ষ ও পেশাদার দের জন্য কেনাবেচা উচ্চস্তরে নিয়ে যাওয়া। 

ইণ্ডিয়ান ডিজাইনার হাট অংশগ্রহনকারীদের সর্বাধিক পরিচিতি গাওয়ার জন্য নিখুঁত প্ল্যাটফর্ম তৈরী করে দেয়, যেহেতু প্রদর্শকদেরদের ব্যবসাগত কৌশলের শক্তি ও মিশ্র খরচের কথা মনে রেখে এটিকে রূপদান করা হয়েছে। 


প্রদর্শকরা যাতে বিক্রির চ্যানেল ও সাধারণ ভোক্তা গায়, আমাদের ট্রেড সেই ব্যবস্থা করে দেয়।এছাড়াও ক্রেতাদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।৫০০০ টাকা ও তার উপরে কেনাকাটার জন্য সুনিশ্চিত উপহার আছে ও সর্বোচ্চ ১০ জন ক্রেতার জন্য রুপোর কয়েন আছে।

Post a Comment

0 Comments