Header Ads Widget

Responsive Advertisement

BG NEWS ! পরিবেশ দিবস উপলক্ষ্যে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হলো আইসিসিতে


নিউজ ডেস্ক: পরিবেশ দিবসের প্রাক্কালে পরিবেশ রক্ষার বার্তা দিতে বিশেষ প্রদর্শনীর আয়োজন। শনিবার কলকাতায় আইসিসিতে আয়োজিত হলো এই প্রদর্শনী । পরিবেশ নিয়েই এদিন বার্তা দিয়েছেন সব শিল্পীরা। এর পাশাপাশি বেশ কিছু আলোকচিত্র স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। সঙ্গে রয়েছে বেশ কিছু স্থাপত্য। বন্যতা বাঁচান, জীবন বাঁচান। এই বার্তাকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট  সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য সহ আরো অনেকে । সুরাট, ব্যাঙ্গালোর, দিল্লির পর কলকাতার আইসিসিতে আয়োজিত হলো এই চিত্র প্রদর্শনী

এদিন এই অনুষ্ঠানে সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য বলেন, "শিল্পকলা, আর্ট এই জিনিসগুলোর একটা আলাদা জায়গা রয়েছে আমাদের জীবনে। আমার সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এযুগের তরুণ, তরুণী তারা যেভাবে পৃথিবীটাকে দেখেছে। তারা ক্যামেরার লেন্সেও দেখেছে। তাদের আঁকার ভিত্তিতেও প্রকাশ পেয়েছে এবং যেভাবে তারা গোটা জিনিসটা প্রকাশ করেছে তাতে আমার মনে হয়েছে নন্দলাল বোস আর্ট গ্যালারিতে আজকে একেবারে চাঁদের হাট।"

এখানকার এক উদোক্তা জানান, " এই অনুষ্ঠানটি আমাদের এবছর ৫০ বছর পূর্তি হলো। এই বছরের থিমটা হচ্ছে অল ইন ওয়ান আর্থ। এবার এই আর্থকে আমাদের ভালো রাখতে গেলে পরিবেশকে ভালো রাখতে গেলে আমাদের প্রকৃতিকে ভালো রাখতে হবে। এই প্রকৃতির সাথে ফটোগ্রাফি ওতপ্রোতভাবে জড়িত। তাই আমাদেরকে পরিবেশ বাঁচাতে হবে। আমাদেরকে অনেকটা সচেতন হতে হবে। তাহলেই আমরা পরিবেশ বাঁচাতে পারবো"।

Post a Comment

0 Comments