Header Ads Widget

Responsive Advertisement

News Update : আসতে চলেছে পেন ক্লাবের পেন উৎসব

ডিজিটাল ডেস্ক, কলকাতা: উৎসব আমরা অনেক দেখেছি এবং শুনেছি ,কিন্তু এ যেন এক অভিনব উৎসব। পেন উৎসব। নামটা শুনেই কি রকম একটা লাগছে না।।
আশ্চর্য হওয়ার কিছুই নেই সত্যি কলকাতায় এইবার প্রথম হতে চলেছে পেন উৎসব। এই অভিনব পেন উৎসবের আয়োজন করেছেন কিশলয় ইভেন্টস এন্ড অ্যাডভার্টাইজমেন্ট এবং সহযোগিতায় আছে পেন ক্লাব।
উৎসবটি অনুষ্ঠিত হবে ১৫,১৬ এবং ১৭ই এপ্রিল ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন(ICCR) এ।
এই উৎসবের মূল উদ্দেশ্য হলো ঝর্ণা কলমের প্রতি ভালোবাসা জাগান।
ভবিষ্যতে যাতে আমাদের প্রিয় ঝরনা কলম বিলুপ্তি না ঘটে সেই জন্য এই অভিনব উদ্যোগ। কলকাতাতে প্রথমবার এই উদ্যোগ নিয়েছে কিশলয় ইভেন্টস অ্যাডভার্টাইজমেন্ট।।
এই পেন মহোৎসবে যারা উপস্থিত থাকছেন তাঁরা হলেন 
প্রফেসর ড: সুরঞ্জন দাস,ভাইস - চ্যান্সেলর,যাদবপুর ইউনিভার্সিটি,জাস্টিস শুভ্র কমল মুখার্জি, ড: স্বাতী গুহ,ডিরেক্টর, ইনস্টিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিস এন্ড রিসার্চ,হোসেন মুস্তাফি ( ফুটবলার), নাসির আহমেদ (ফুটবলার), শিউলি রামানি গোমস (ডিরেক্টর),নুপুর মুখার্জী (ড্যান্স থেরাপিস্ট), ঋক (ডিরেক্টর), নাসিম আহমেদ খান (প্রোডিউসার), অভিজিৎ মন্ডল মিউজিক ডিরেক্টর), মৌমিতা সাহা (ডিজাইনার), সিমিকা রায় (অভিনেত্রী), সুরভী দাস (মডেল), অনিন্দিতা সিনহা (ইমন,কর্ণধার,মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী)প্রমুখ।

Post a Comment

0 Comments