Header Ads Widget

Responsive Advertisement

News Update ! ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসতে চলেছে কিকবক্সিং এর আসর

ডিজিটাল ডেস্ক: ন্যাশনাল ওয়েলফেয়ার টিম এবং কে ওয়ান কিকবক্সিং হাতে হাত মিলিয়ে জাতীয় ভাবে বক্সিং  চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করতে চলেছে আগামী ৯ এবং ১০ এপ্রিল । Open NWT Championship K1 kick Boxing & Boxing (pro) । দুদিন ধরে হওয়া এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র।  এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান ন্যাশনাল ওয়েলফেয়ার টিমের জাতীয় সভাপতি মিলন কুমার মাজি। 


তাদের এই প্রয়াস এই বছর প্রথম। তিনি আরো বলেন দেশের প্রায় কুড়িটি রাজ্য থেকে প্রায় ১০০ জনের বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।  বিজয়ীদের জন্য থাকছে নগদ পুরস্কার। মোট চারটি ক্যাটেগরির ক্ষেত্রে প্রতি ক্যাটেগরিতে ১০ জন করে পাবেন নগদ পুরস্কার ।  

সভাপতি মিলন কুমার মাজি জানান, ' বর্তমানে খেলাধুলার প্রতি অনেকের আগ্রহ কমে যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিনামূল্যে ক্যাম্প অরগানাইজ করছি এবং সেখান থেকে কিভাবে ভালো ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে পারে সেই বিষয়টিও দেখছি। 


ন্যাশনাল ওয়েলফেয়ার টিম সারা বছর ধরেই ক্রীড়া ক্ষেত্রে প্রতিভা তুলে আনা যায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে'। 
এই চ্যাম্পিয়নশিপ থেকে বিজয়ীরা যাতে বিশ্ব দরবারে ভারতকে আগামী দিনে প্রতিনিধিত্ব করতে পারেন সেই বিষয়টিও আমরা দেখছি।

Post a Comment

0 Comments