Header Ads Widget

Responsive Advertisement

BG NEWS ! প্রাচীন বাংলার শিল্পকে নতুন রূপ দিলেন রেখা দত্ত

নিউজ ডেস্ক:-  ঠাকুরমা -মায়ের শেখানো শিল্প 'উলবোনা' যা বর্তমান কালের মেয়েরা বলতে গেলে ভুলতে বসেছে। সেখান থেকে আধুনিকতার ছোঁয়ায় আসন বোনা কে ভিত্তি করেই চটের উপর উল দিয়ে বিভিন্ন স্টিচের  মাধ্যমে তৈরি হল ওয়াল কার্পেট। 

আধুনিক সমাজে ড্রয়িং রুম থেকে বেডরুম সাজানোর এক অন্যতম আকর্ষণ যে হয়ে উঠেছে তা 'সুইং স্টরি' ইউটিউব চ্যানেল টা দেখলেই বোঝা যায়। সুইং স্টরি র কর্ণধার রীতা দত্ত ও সহযোগী রাখী দত্ত এমনটাই জানালেন সাংবাদিক বৈঠকের মাধ্যমে। এই সংস্থার টেকনিক্যাল ও সোশ্যাল মিডিয়ার দায়িত্বে রয়েছেন শ্রী সৌভিক রায় জানালেন প্রাচীন একটি শিল্পকলাকে আধুনিকতার মেলবন্ধনে ওয়াল কার্পেটের এমন একটি রূপ যা অনলাইনে সকল দর্শকদের মন কেরেছে।

Post a Comment

0 Comments