তাই স্কুলের প্রতিটি স্টাফ, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পাহারাদার প্রত্যেকেই যোগ দিয়েছেন এদিনের কর্মশালায়।এদিনের কর্মশালায় মূল বক্তা ছিলেন হিউম্যান রাইটসের সদস্যরা।ছেলে মেয়ে একসঙ্গে হোস্টেলে থাকা,পড়াশোনা করাতে যাতে কোনও অঘটন না ঘটে,সেই উদ্দেশ্যেই এদিনের কর্মশালার আয়োজন।বোলপুরেও নতুন স্কুল তৈরি চলছে।এদিনের বোলপুরের যোগ দিতে এসেছিলেন সেখানকার কর্মকর্তারাও।এই স্কুলে প্রতি সপ্তাহে কাউন্সিলিংয়েরও ব্যবস্থা রয়েছে।জানালেন স্কুলের ফাউন্ডার সেক্রেটারি অণ্ড ম্যানেজিং ট্রাসটি মিনা শেঠী মন্ডল।
0 Comments