নিউজ ডেস্ক,কলকাতা,অক্টোবর,২০২১: মহাসপ্তমীতে ফ্রেন্ডজ ক্রিয়েশন গ্রুপ ও নরেন সেন স্কোয়ার ইউনাইটেড সার্বজনীন দুর্গোৎসব কমিটির যৌথ উদ্যোগে"নিউ ড্রেস উইথ স্মাইলি ফেসেস"নামে একটি সামাজিক অনুষ্ঠান হয়ে গেল নরেন সেন ইউনাইটেড এর মাঠে।
গত তিন বছর ধরে পুজোর সময় পথ - শিশুদের নতুন জামা - কাপড় ও একটুকরো খুশি তুলে দেওয়ার কাজটা করে আসছে ফ্রেন্ডজ ক্রিয়েশন গ্রুপ। শুভজিৎ বোস এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রোডাকশন হেড ঐন্দ্রিলা সাতরা এই দুই বন্ধু মিলেই ভাবনা এবং যাত্রা শুরু।
উদ্যেশ্য ছিল একটাই পুজোর আনন্দে পথ শিশুদেরও সামিল করা। সংস্থার সদস্যা সুস্মিতা,অর্পিতা,শ্রী, শবর,রূপসা,রিম্পা দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ডকে সফল করার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়।
শুভজিৎ ও ঐন্দ্রিলা নিজেদের এই পরিকল্পনাকে সব পরিচিতদের সাথে ভাগ করতে থাকেন।
প্রতিবছরের ন্যায় এবছরও তারা দুস্থ ও অসহায় পথ শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ নেয় আর এবছর তাদের সাথে এই মহৎ কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নরেন সেন স্কোয়ার ইউনাইটেড সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
নরেন সেন স্কোয়ার ইউনাইটেডের মাঠে দুস্থ ও অসহায় শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেয়।নতুন পোশাক পেয়ে ওদের মুখের হাসি যেকোন মন্ডপের আলোকে হার মানাবে।
এই অনুষ্ঠানকে সফল করতে যিনি মূল উদ্যোগ নিয়ে ছিলেন তিনি হলেন বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় যিনি ন্যাপাদা নামেই পরিচিত। যিনি সবসময় যেকোনও কঠিন কাজকে সহজ ভাবে করে ফেলেন।
এই সামাজিক মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডজ এর কর্ণধার শুভজিৎ বোস,প্রোডাকশন হেড ঐন্দ্রিলা সাতরা,শ্রী সরকার,অর্পিতা হালদার, ফ্যাশন ডিজাইনার সুশান্ত এছাড়াও উপস্থিত ছিলেন সোনিয়া রামানি,সঞ্জয় রায়,রাজু দাস,শুভম দাস,সোনম রামানি।
ফ্রেন্ডজ এর কর্ণধার বলেন আগামী দিনে আরো অনেক নতুন কর্মসূচী আনার ইচ্ছে আছে এবং তাতে প্রচুর লোকের সহযোগিতা তাদের কাম্য।
0 Comments