Header Ads Widget

Responsive Advertisement

দু দশক পরেও স্বমহিমায় ফাটাকেষ্টর কালীপূজা

নিউজ ডেস্ক: মৃত্যুর দু দশক পরে আজও স্বমহিমায় উজ্জ্বল ফাটাকেষ্টর কালীপুজো।১৯৫৫ সালে প্রথম শুরু হয় এই কালীপুজো।সেই পুজো আজকের মত এত বিরাট করে হত না।শুরুর ঠিকানা ছিল গুরু প্রসাদ চৌধুরী লেনে।পরবর্তী কালে বিভিন্ন কারণে পুজটি তুলে আনেন সীতারাম ঘোষ স্ট্রিটের একটি বাড়িতে।বছর দুই পড়ে তা নেমে আসে রাস্তায়। তখন থেকেই পুজোর স্থান হয় এই জায়গায়।এমন কোনো সেলিব্রিটি নেই যিনি এই পুজোতে আসেননি সে বোম্বের বা কলকাতার যেখানেরী হোক না কেনো। 

দিনে দিনে এই পুজো শুধু মুম্বাই নয় বিদেশেও ছড়িয়ে পড়ে ফাটাকেষ্টর কালি জাগ্রত এই ধারণা থেকেই। শুধু পুজোয় নয় এখানে পুজোর সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে অন্নকূট,দুস্থ মানুষদের জামাকাপড় দেওয়া হয়ে থাকে।
সেই ঐতিহ্যবাহি ফাটাকেষ্টর কালীপুজোর খুটিবপুজো হয়ে গেল শনিবার।খুঁটি পুজোর উদ্বোধন করলেন বিধায়ক তাপস রায়,কুণাল ঘোষ,প্রবন্ধ রায়,অশোক দেব,জিৎ গাঙ্গুলী এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক,সামাজিক এবং ক্রিয়া জগতের ব্যক্তিত্বরা।

Post a Comment

0 Comments