নিউজ ডেস্ক : বিশ্বকর্মা পুজোর দিন সেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দ্বিতীয় শাখা লিপ্টটেক্স ভাটিক্যাল অটোমেশন সিস্টেম প্রাইভেট লিমিটেডের শুভ উদ্ধোধন হয়ে গেলো।।
বিশ্বকর্মা পূজার মধ্যে দিয়েই দ্বিতীয় শাখার পথ চলা শুরু হলো।।
এই অত্যাআধুনিক ইন্ডাস্ট্রিতে সবধরনে লিপ্টের সরঞ্জাম বানানো ও তৈরী করা হবে।।
গড়িয়ার বোড়ালে এই কারখানার নতুন শাখাটি গড়ে উঠল।।
এই সংস্থার কর্নধার (স্বাত্বাধিকারী) আশিষ সেন ও অর্নিবান সেন।। এই শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন সোনারপুর (উ:) বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম এবং শেখ মুস্তাক।।
এই কারখানার উদেশ্য এই শিল্পের বেশিরভাগ যন্ত্রাংশ এবং প্রধান উৎপাদন কাঁচামাল এই রাজ্য থেকে অন্য রাজ্যকে পাঠানো।।
এই সেন গ্রুপে থেকেই ভারতের বিভিন্ন জাগায় পাঠানো হচ্ছে।। স্থানীয় কোম্পানিগুলো থেকে কাঁচামাল গুলো আর কিন্তু কিনতে হবে না।।এখন থেকে অনেক কমদামে এই পশ্চিমবঙ্গের মধ্যেই সব ধরনের য়ন্ত্রাংশ ও কাঁচামাল এরং য়ন্ত্রপাতি পাওয়া য়াবে।
পশ্চিমবঙ্গের শিল্প জগতের সুনাম ও এই বাংলার নাম এগিয়ে নিয়ে য়াওয়া হচ্ছে এই শিল্লের মাধ্যমে বলে সাংবাদিদের জানিয়েছেন।। এই শিল্প সংস্থার কর্নধার অশিষ সেন ও অনির্বাণ সেন।।
0 Comments