Header Ads Widget

Responsive Advertisement

অনুষ্ঠিত হয়ে গেল মুনিয়া দত্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও সামাজিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক : সতীশ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে মুনিয়া দত্ত ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে তিন দিন ব্যাপী বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়ে গেল।। 

সব্যসাচী দত্ত যাকে রাজারহাট এলাকাবাসী মুনিয়া দত্ত নামেই চেনেন।। তিনি একজন বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক কর্মী ছিলেন।। মহামারী করোনা কেড়ে নিয়েছে মুনিয়া দত্তের প্রাণ।। এলাকার মানুষ ও পরিবারের পক্ষ থেকে তার নামে গঠন করেন মুনিদত্তের নামে এই চ্যারিটেবল ট্রাস্ট।। শুধুমাত্র মানুষের সেবার জন্য।। 


অনুষ্ঠানের শুরুতেই ছিল মুনিয়া দত্তের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, রক্তদান, স্বাস্থ্য শিবির, দুস্থ মানুষেদের মশারি প্রদান এবং তার সাথে ছিল দুস্থ ছাত্র-ছাত্রীদের বই খাতা বিতরণ।। এছাড়াও মুনিয়া দত্ত ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্ট সরকারি স্কুলে পড়া ১২ জন দুস্থ ছাত্র-ছাত্রীদের একবছরের পড়াশোনার দায়িত্বভার নিল।।

মুনিয়া দত্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ দোলা সেন, বিশিষ্ট ফুটবলার হোসেন মুস্তাফি, ফুটবলার নাসির আহমেদ ফুটবলার মিহির বোস, এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা।।
পুরো অনুষ্ঠানটি কোভিড বিধি মেনে অনুষ্ঠিত হয়।।

ছবি: স্বপন মাহাতো

Post a Comment

0 Comments