১জুলাই,কলকাতা: শুধু মাত্র করোনা নয় এই অন্ধকার সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পড়াশুনা থেকে সবকিছু তারমধ্যে সঙ্গীত।।
যারা গান গায় গান বাঁধে, এছাড়াও যারা সঙ্গীতের সাথে যুক্ত যেমন ডিজাইনার, ভিডিওগ্রাফার, সাউন্ড ইঞ্জিনিয়ার, রেকর্ডিস্ট ,স্পটবয় এছাড়াও আরও অনেকে কর্মহীন... বিগত কতো মাস কোনো শো নেই, নতুন কাজের জায়গা নেই।।
এই অসহায় পরিস্থিতে অভিজিৎ সবার কাছে গান ভিক্ষা করতে পথে নেমেছে।। অভিজিৎ এর ভাবনা ও লেখায় তৈরী দশটি গান গেয়েছেন গৌরব সরকার, চন্দ্রিকা ভট্টাচাৰ্য, গুরুজিৎ সিং,পটা, ঋষিতা সাহা, রক্তিম চৌধুরী(সা রে গা মা পা ২০২১), জ্যোতি শর্মা (সা রে গা মা পা ২০২১)নবারুণ বোস (অনুপম রয় ব্যান্ড ) তন্ময় বিশ্বাস, শিমিলি বসু, চন্দন চক্রবর্তী, .দীপ্ত,স্বর্ণাভ সহ আরও অনেকে।।
এই গানের সি ডি আজ কলকাতা প্রেস ক্লাবে উদ্বোধন হয়।। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপঙ্কর বাগচী ,পটা,রঞ্জন প্রসাদ ,গৌরব ,গুরুজিৎ ,রক্তিম ,জ্যোতি ,পর্নাভ ,কুনাল সাহা ,দীপ্ত ,স্বর্ণাভ ,সীমা দেবনাথ।।
অভিজিৎ বাবু বলেন এই অন্ধকার সময়েতে বন্ধুদের পাশে আমরা হাত ধরেই থাকবো ।। দশটা অরিজিনাল গান, একাধিক মিউজিসিয়ান এই প্রোজেক্টে সামিল হয়েছেন।। এই গানের সি ডি র নাম দিয়েছেন " অভিজিৎ এর দশের দেশ "।।.
গান গুলির মিউজিক এরেঞ্জমেন্ট করেছেন শুভাশিস বিশ্বাস, সুধেন্দু, রাহুল সরকার, আরও অনেকে।। এখান থেকে যে টুকু অনুদান উঠে আসবে তা পৌঁছে দেয়া হবে অসহায় মিউজিসিয়ানদের কাছে।।
একাধিক নতুন সুরকার ও এরেঞ্জার কে নিয়েই "অভিজিৎ এর দশের দেশ."।।
0 Comments