নিউজ ডেস্ক: আদ্দিকালের এই প্রবচনটি সম্বল করেই এই কঠিন করোনা কালে আজ একজোট হয়েছে উত্তর কলকাতার বনেদিপাড়া সুকীয়া স্ট্রীট
সংলগ্ন পাঁচটি ক্লাব সংগঠন।।
বৃন্দাবন মাতৃ মন্দির ,আমরা সবাই ও হ্যাপি ক্লাব ,মিলন সমিতি -হৃষিকেশ পার্ক,
বিদ্যাসাগর পার্ক মর্নিং ওয়াকার্স অ্যাসোসিয়েশন আর ফাইট ক্যান্সার।।
নেপথ্যে স্বনামধন্য বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক ডাঃ সুবীর গাঙ্গুলি ।।
উদ্দেশ্য সামান্য পরিষেবা মূল্যে করোনা আক্রান্ত প্রতিবেশীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।। একাধারে Covid RTPCR টেস্ট থেকে আক্রান্তের বাড়িতে অক্সিজেন ক্যান্সেন্ট্রেটর পৌঁছানো ,এম্বুলেন্স পরিষেবা -বাড়িতে খাবার সরবারহ -ওষুধ -টেলি মেডিসিন -বাড়ি স্যানিটাইজেশন -সেফ হোম প্রায় সবকিছু।।
আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে ডানা মেলেছে সাধ্যের মধ্যে অসাধ্য সাধনের এই প্রয়াস।।
আবার রক্তসঙ্কট মোকাবিলায় আগামী ১৩ই জুন বিশ্ব রক্তদাতা দিবসের প্রাক্কালে একজোট হয়ে আপদকালীন রক্তদান শিবিরের ঐক্যবদ্ধ আহ্বান জানিয়েছেন ক্লাব উদ্যোক্তারা।।
0 Comments