Header Ads Widget

Responsive Advertisement

খাদ্য প্রেমীদের জন্য নতুন ঠিকানা SAHID SAHI DARBAR


নিজস্ব প্রতিনিধি
: বিগত ২৬ বছর যুক্ত রয়েছেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে। শিক্ষকতা করেছেন লরেটো স্কুলে।



দরিদ্র শিশুদের জন্য উন্নত শিক্ষার উদ্দেশ্য নিয়ে এলিজাবেথ এস মুখার্জি শুরু করেছেন 'স্পিক ওয়েল ইংলিশ অ্যাকাডেমী'। শুধু শিক্ষা ক্ষেত্র নয় পাশাপাশি দরিদ্র মানুষের জন্য রুটি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্যে রেস্তোরাঁর সংযোজন। 


শনিবার কলকাতার এন্টালি অঞ্চলে অবস্থিত 'SAHID SHAHI DARBAR' নিজস্ব রেস্তোরাঁয় দাঁড়িয়ে এলিজাবেথ এস মুখার্জি বলছিলেন ফুলবাগান এন্টালি অঞ্চলের মধ্যবিত্ত মানুষেরা বিভিন্ন উচ্চবিত্ত হোটেলের সুস্বাদু খাবারের স্বাদ পেতে পারেন এই রেস্তোরাঁর পরিকল্পনা। 



এই অঞ্চলের মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিশুরা যাতে সঠিক শিক্ষা পেয়ে বিদেশে পাড়ি দিতে পারে তা একমাত্র লক্ষ্য। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালিকা ও অভিনেত্রী শিউলি রমানী গোমস, ডিরেক্টর এলিজাবেথ এস মুখার্জি ও তাঁর স্বামী এবং ওই অঞ্চলের কাউন্সিলর

Post a Comment

0 Comments