Header Ads Widget

Responsive Advertisement

মুখরোচক ও স্বাস্থ্যবান খাবারের


নিউজ ডেস্ক : 
 সুমিত চক্রবর্তী , সঞ্জয় জয়সয়াল , অরিন্দম সেনগুপ্ত এবং পার্থ চ্যাটার্জির আন্তরিক প্রয়াসে ২০ ফেব্রুয়ারী, ২০২১ - এ, কলকাতার প্রেসক্লাবে লঞ্চ করা হলো "বঙ্গীয় ফুড প্রোডাক্ট"- এর।

অন্যান্য মুখরোচক খাবার গুলির সঙ্গে, এই বঙ্গীয় ফুড প্রোডাক্ট গুলির রয়েছে বেশ কিছু পার্থক্য। বঙ্গীয় ফুড প্রোডাক্ট- এর অন্তর্গত বঙ্গভূমি চানাচুর থেকে, বিদেশি কারিগরি দক্ষতার মাধ্যমে বের করে দেওয়া হয় সমস্ত অতিরিক্ত তেল যার ফলে তেলের গন্ধ পাওয়া যায়না এর মধ্যে থেকে। 


বঙ্গভূমি মুড়ি তে অ্যামোনিয়া , ইউরিয়া নেই বলে স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি সাধন হওয়ার উপায় নেই । দামও সাধারন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে।


এই ফুড প্রোডাক্ট লঞ্চ অনুষ্ঠানে, প্রোডাক্ট গুলির মূল শিল্পী মাধবী মুখোপাধ্যায় স্ব-শরীরে উপস্থিত না থাকতে পারলেও,আন্তরিক শুভেচ্ছা পাঠিয়েছেন তিনি। এছাড়াও উপস্থিত ছিলেন- সুভান , নীলয় ব্যানার্জী , শঙ্কর চক্রবর্তী , রাহেলি এবং জুঁই ।

Post a Comment

0 Comments