Header Ads Widget

Responsive Advertisement

বিকল হওয়ার আশঙ্কা রেশন ব্যবস্থা

 


ডিজিটাল ডেস্ক :  অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চ সাংবাদিক সম্মেলন করে কুইন্টাল প্রতি কমিশন বৃদ্ধি ও মাসহারার দাবিতে সাংবাদিক সম্মেলন করে। এই সংস্থার সাথে যোগ দেয় ওয়েস্টবেঙ্গল এম আর ডিলারস জাতীয়তাবাদী সংগঠন, ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন, কলকাতা এন্ড আরবান ফেয়ার প্রাইস সপ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বেঙ্গল ফেয়ার প্রাইস সপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

মঞ্চের তরফ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক নিখিলেশ ঘোষ বলেন রাজ্যের খাদ্য দপ্তর স্বচ্ছ গণবণ্টন ব্যবস্থা চাইছে সেই পরিকাঠামো কিন্তু নেই। ১০০ পার্সেন্ট ডিজিটাল রেশন ব্যবস্থা চাইলেই শুধু হবে না তার জন্য চাই পর্যাপ্ত পরিকাঠামো। অন্যান্য রাজ্য যেমন মহারাষ্ট্র, গোয়া, দিল্লি, কেরল, ঝাড়খন্ড, বিভিন্ন জায়গায় কুইন্টাল প্রতি সঠিক কমিশন দিচ্ছে। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী ন্যূনতম ৮৭ টাকা কমিশন ধার্য করা আছে কিন্তু আমাদের দেওয়া হচ্ছে মাত্র ৭০ টাকা। তাছাড়াও আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ফ্রি রেশন পরিষেবা। এই যৌথ মঞ্চ গত ১৯শে জানুয়ারি খাদ্য দপ্তরের সামনে জমায়াতের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ হোলসেলার এর কাছ থেকে খাদ্যপণ্য সংগ্রহ করবে না এর ফলে সাধারণ মানুষের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হবে।

এই যৌথ মঞ্চের তরফ থেকে বলা হয়েছে ১৯শে জানুয়ারি চিঠি  মারফত প্রশাসনের সর্বস্তরে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এই মঞ্চ থেকে যে দাবিগুলো পেশ করা হয় সেগুলি হল কুইন্টাল প্রতি ৪৫৭/৯০০টাকা কমিশনের ব্যবস্থা করা এবং ২০১৯ এর ডিসেম্বর থেকে যে প্রাপ্য টাকা বাকি আছে সেগুলো মিটিয়ে দেওয়া। এই সাংবাদিক সম্মেলনে মঞ্চের তরফ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক নিখিলের ঘোষ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুন মুখার্জী,প্রবীর দে রতন সাউ,নিশীথ রঞ্জন চক্রবর্তী প্রমুখ।

Post a Comment

0 Comments