নীলাঞ্জনা চ্যাটার্জী : ২০২০ এর লোকডাউন এবং আম্ফান ঝড় অনেকের জীবনে ডেকে এনেছিল অন্ধকার । যার জন্য ট্রাভেলসের ব্যবসা হোক বা ছোট বড়ো দোকান, প্রায় কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তাদের । মার্চ থেকে ডিসেম্বরের এই প্রচুর ক্ষতির কারণে, অনেককে বন্ধ করতে হয়েছিল নিজের ব্যবসা, সম্মুখীন হতে হয়েছিল প্রবল অসহায়তার।
এই পরিস্থিতির জের কেটে গেছে অনেকটাই । এই ছোট বড়ো ব্যবসায়ীদের জীবনকে স্বাভাবিক ও সুস্থ করতে, ইন্ডিয়া ট্রাভেল এন্ড টুরিজম এক্সিবিশন সংস্থা আগামী ২০ এবং ২১- এ ফেব্রুয়ারী শনিবার ও রবিবার আসানসোলে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে আয়োজন করতে চলেছে সর্ব বৃহৎ পর্যটন মেলা । যথারীতি এবছর পঞ্চম বর্ষে পদার্পন করলো এই উদ্যোগ । কলকাতার প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে, মেলার প্রধান সন্দীপন ঘোষ জানান যে- এই মেলায় থাকছে মোট ৫০ থেকে ৬০ টি স্টল । এই মেলায় অংশগ্রহণ করবে ছত্রিশগড়, গোয়া, আসাম, গৌহাটি, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, সিকিম, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, তামিলনাড়ু সহ নানা রাজ্য । এই মেলার শুভসূচনা করবেন গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাভান । এই সম্মেলনে উপস্থিত ছিলেন - সুমন করার, প্রদীপ কুমার করার, অর্ণব দে এবং এই মেলার অন্যতম উদ্যোক্তা মহুয়া দে ।
0 Comments