Header Ads Widget

Responsive Advertisement

Global Live Digital Concert"এক বিশ্ব সুমন"

 


৭.৯.২০, কোলকাতা ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃএই শতাব্দীতে বাংলা খেয়ালকে মানুষের দরবারে হাজির করেছেন বাংলা সঙ্গীতের অন্যতম যুগপুরুষ শ্রী কবীর সুমন। এই দুঃসময়ে দাঁড়িয়ে প্রযুক্তির মাধ্যমে মানুষের ঘরে ঘরে বাংলা খেয়ালকে পৌঁছে দেওয়ার একনিষ্ঠ উদ্যোগ নিয়েছে 'তাঁতঘর ফিল্মস' ও 'রংরেজ'। আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২০, শনিবার ভারতীয় সময় সন্ধ্যে ৮টায় একটি global live digital concert -এর আয়োজন করেছি আমরা। এই অনুষ্ঠানের প্রাণকেন্দ্র 'বাংলা খেয়াল'। 


শ্রী কবীর সুমনের সঙ্গে হারমোনিয়ামে সংগত করবেন জ্যোতির্ময় ব্যানার্জি, তবলায় কুন্তল দাস ও স্বরমন্ডলে রাকা ভট্টাচার্য। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় বিষয় হল নৃত্য। বাংলা খেয়ালের সঙ্গে এই প্রথমবার কোনো ডিজিটাল লাইভ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন শ্রীমতি লোকেস্বরী দাশগুপ্ত। নূপুরের ছন্দ খেয়ালের সাহচর্যে এক অন্য মাত্রা পাবে এই অনুষ্ঠানে। 



সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রোতারা বাড়িতে বসেই এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। তাই বিশ্বব্যাপী এই আয়োজনের নাম দেওয়া হয়েছে 'এক বিশ্ব সুমন'।

Post a Comment

0 Comments